23 December 2017

যশোরের এক গ্রামের বাসিন্দারা যেভাবে তৈরি করছেন হাজার ফুট দীর্ঘ এক সেতু

শাহনেওয়াজ রকি: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা নিয়ে শোনা যায় নানা সমস্যার কথা।

এসব সমস্যা সমাধানে দীর্ঘদিন কর্তৃপক্ষের অপেক্ষায় না থেকে এলাকাবাসী নিজেরাই উদ্যোগী হন, এমন খবর শোনা যায় কমই।

কিন্তু যশোরের ঝাঁপা গ্রামের মানুষ সেরকমই একটি উদ্যোগ নিয়েছেন।
গ্রামের চারপাশে একটি বাওড় থাকায় শত বছর ধরে মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন গ্রামটি। 

এই গ্রামের মানুষ স্থানীয় উদ্ভাবন আর সম্মিলিত প্রচেষ্টায় এখন বাওড়টির উপর তৈরি করছেন এক হাজার ফুট দীর্ঘ একটি ভাসমান সেতু।

এজন্য তারা ব্যবহার করছেন লোহার বার ও প্লাস্টিকের ড্রাম।
কিভাবে তৈরি হচ্ছে সেই সেতু?


শেয়ার করুন

0 facebook: