স্বদেশবার্তা ডেস্কঃ দিনাজপুরের
হিলি সীমান্তের চেকপোস্ট গেটে বিজিবির লাগানো সিসি ক্যামেরা ঘোরানো নিয়ে বাংলাদেশ বর্ডার
গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মাঝে কথা কাটাকাটি
হয়েছে। রবিবার বিকালে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলার
সংলগ্ন চেকপোস্ট গেটে এই ঘটনা ঘটে। পরে বিজিবি ও বিএসএফের মাঝে আলোচনা শেষে বিষয়টির সুরাহা হয়।
বিজিবির
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মুহম্মদ মাহবুব উল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত
করেছেন। তিনি জানান,
হিলি সীমান্তের আটাপাড়া রেলগেট থেকে শুরু
করে ফকিরপাড়া পর্যন্ত এলাকা সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হয়। এরই অংশ হিসেবে রবিবার
বিকালে চেকপোস্ট গেটে অবস্থিত সিসি ক্যামেরাটি সামান্য ঘুরিয়ে দেওয়া হয় চেকপোস্টের
কর্মকাণ্ড ভালোভাবে দেখার জন্য। কিন্তু ভারতের বিএসএফ এটিকে ভারতের দিকে তাক করা হয়েছে মর্মে
অভিযোগ করে বিজিবিকে বিষয়টি জানায়।
সুবেদার
মুহম্মদ মাহবুব বলেন, ‘পরে ঘটনাস্থল পরিদর্শন করে বিএসএফকে আশ্বস্ত করা হয় যে, শুধুমাত্র সীমান্তে অবস্থিত বিজিবি চেকপোস্ট পর্যবেক্ষণের জন্য
এটি সামান্য ঘুরানো হয়েছে। তারা এ বিষয়টি তাদের অধিনায়ককে জানিয়েছেন। আমরাও বিষয়টি ঊদ্ধর্তন
কর্তৃপক্ষকে অবহিত করেছি।’
0 facebook: