27 January 2018

আবিশ্বাস্য হলেও সত্যি, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব মিলছে মাত্র সাড়ে ১১ লাখ টাকায়!


আন্তর্জাতিক ডেস্কঃ গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেনমেক্সিকো সীমান্তে নির্মিতব্য দেওয়াল নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় তহবিলে অর্থ দেওয়ার বিনিময়ে দেশটি ১৮ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দিবে। ওই দেওয়াল নির্মাণে খরচ হবে ২৫ বিলিয়ন ডলারযার পুরো অর্থই আদায় করার কথা রয়েছে অভিবাসীদের কাছ থেকে

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে দেশটি একটি প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেএই প্যাকেজের আওতায় প্রত্যেক ব্যক্তি ১১ লাখ ৪০ হাজার টাকা ব্যয় করে দেশটির নাগরিকত্ব গ্রহণ করতে পারবেনতবে এ সুযোগ কেবল যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের ক্ষেত্রেই প্রযোজ্য

জানা গেছে, আগামী সোমবারই প্যাকেজটির প্রস্তাব তোলা হবে কংগ্রেসেএরপরই দুই দলের আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে এই প্রস্তাব প্রকাশ করতে যাচ্ছে হোয়াইট হাউজ

এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ১৮ লাখ অভিবাসীর কাছ থেকে ২৫ বিলিয়ন ডলার উত্তোলন করা হলে, তাদের বড় অঙ্কের টাকা গুনতে হবে বলে জানা গেছেএতে নাগরিকত্ব পেতে প্রত্যেক ব্যক্তিকে গুনতে হবে ১১ লাখ ৪০ হাজার টাকার মতো করেতবে এত বড় অঙ্কের টাকা আদায়ের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দল ডেমোক্রেটরা।


শেয়ার করুন

0 facebook: