28 January 2018

আবারো এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ


স্বদেশবার্তা ডেস্কঃ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের পিটুনি ও নির্যাতনে লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে মনজুরুল ইসলাম (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মনজুরুল পাটগ্রাম উপজেলার নাটারবাড়ি গ্রামের আসাদুল ইসলামের ছেলে। তার শরীরের নানা জায়গায় বিএসএফের নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবি রংপুর-৬১ ব্যাটালিয়ন বুড়িমারী ক্যাম্প কমান্ডার ওবাইদুল হক।

তিনি বলেন, ভোরে ৮৩৬ নম্বর মেইন পিলারের কাছে ভারতীয়দের দেয়া গরু আনতে যায় মনজুরুলসহ কয়েক বাংলাদেশি গরু ব্যবসায়ী

ফেরার পথে কোচবিহার-৬১ বিএসএফ খড়খড়িয়া ক্যাম্পের সদস্যরা ধাওয়া দিয়ে মনজুরুলকে ধরে পিটিয়ে ও নানাভাবে নির্যাতন করে সীমান্তের এপারে ফেলে দেয়। পরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মনজুরুলের মৃত্যু হয় বলে জানান বিজিবি কমান্ডার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মনজুরুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

মনজুরুল নিহতের ঘটনায় প্রতিবাদপত্র ও পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি কর্মকর্তা ওবাইদুল হক।


শেয়ার করুন

0 facebook: