17 February 2018

তিস্তা চুক্তির বাধা দূর হল ভারতীয় সুপ্রিমকোর্টের রায়ে


আন্তর্জাতিক ডেস্কঃ গত শুক্রবার দিল্লিতে ভারতীয় সুপ্রিমকোর্টের দেয়া এক রায়ে বলা হয়েছে, ‘নদী কারও একার নয়। কোনো রাজ্য নদীর পানির অধিকার একা নিতে পারে না এই রায়ে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তি জানানোর বাধা আপাতত দূর হয়ে গেছে। 

দক্ষিণ ভারতের কাবেরী নদীর পানিবণ্টন মামলার রায়ে এমনই রায় দিয়েছেন সুপ্রিমকোর্টতাৎপর্যপূর্ণভাবে কাবেরী নদীর পানি নিয়ে রায় হলেও সুপ্রিমকোর্টের এই নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গের আপত্তি অগ্রাহ্য করে এককভাবে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অনেকটাই শক্তি জোগালস্বভাবতই জাতীয় নির্বাচনের বছরে ভারতীয় সুপ্রিমকোর্টের এই রায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য স্বস্তির বলে মনে করছেন দুদেশের কূটনীতিকরা

ভারতীয় সংবিধানের সূত্র ধরে মমতা ব্যানার্জিরা দাবি করছিলেন, ‘যুক্তরাজ্য কাঠামোয় কৃষকদের স্বার্থে তিস্তার পানি ইস্যুতে রাজ্যের অধিকার ও বক্তব্যই গুরুত্ব দিতে হবেপ্রথমে মনমোহন সিং ও পরে মোদি, দুজনই সংবিধানের শর্ত মেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তিকে গুরুত্ব দিয়েই ইচ্ছা থাকলেও বাংলাদেশের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি করতে পারছিলেন নাগত বছর দিল্লিতে শেখ হাসিনা এলে তাকেও তিস্তা নিয়ে আশা দিয়েছিলেন মোদিকিন্তু মমতা বেঁকে বসায় সেই চুক্তি করার জন্য দিল্লি অনেকটাই এগিয়ে গেলেও চুক্তি সম্পন্ন করতে পারছে নাতবে শুক্রবার নদী নিয়ে সুপ্রিমকোর্টের রায়ে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের হাত আরও মজবুত হলএদিন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ বলেন, ‘নদী কোনো নির্দিষ্ট রাজ্যের হয় নানদী দেশের সম্পদকোনো রাজ্য তাকে নিজের বলে দাবি করতে পারে নাযেখানে ঘাটতি রয়েছে সেখানে পানি শুধুমাত্র প্রয়োজনের জন্য ব্যবহার করা উচিত

এই রায়ের পর কেন্দ্রীয় সরকার মমতাকে পথে আনতে পারবে, নয়তো পশ্চিমবঙ্গের দাবিকে গুরুত্ব না দিয়ে ঢাকার সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি বাস্তবায়িত করতে পারবেযদি আপত্তি তুলে মমতা আদালতেরও দ্বারস্থ হন সে ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালতের দোহাই দিয়ে তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পন্ন করতে পারে ভারত সরকারসুপ্রিমকোর্টের নির্দেশে এদিন একই সঙ্গে তামিলনাড়রাজ্যের জন্য কাবেরীর পানির ভাগ কমিয়ে দিয়ে বাড়ানো হয় কর্নাটকের পরিমাণবেঙ্গালুরুতে অনেক বেশি সংখ্যক বাসিন্দা বসবাস করেন যুক্তি দেখিয়ে পানি চাহিদা বাড়ায় ১৪.৭৫ হাজার মিলিয়ন কিউবিক ফিট (টিএমসিএফটি) কাবেরীর পানি অতিরিক্ত পেতে চলেছে কর্নাটককর্নাটকে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সুপ্রিমকোর্টের এই রায় রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা


শেয়ার করুন

0 facebook: