18 February 2018

আদালত ৪ বার ফাঁসির আদেশ দিয়েছেন এক আসামিকে


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের আদালত একই আসামিকে চারবার ফাঁসির আদেশ দিলসাজাপ্রাপ্ত আসামির নাম ইমরান আলীগত ৯ জানুয়ারি লাহোরের কাছে কাসুর শহরে একটি আবর্জনার স্তূপে ছয় বছরের শিশু জয়নব আসনারি'র মরদেহ পাওয়া যায়

তদন্তে জানা গিয়েছিল, শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছিলতারপর থেকেই গোটা পাকিস্তানজুড়ে ব্যাপক জনরোষ তৈরি হয়েছিলতুমুল সমালোচনার মুখে পড়েছিল পুলিশহত্যার দেড়মাসের মধ্যে অভিযুক্ত ইমরানকে মৃত্যুদণ্ড দেয় আদালতশুধু ওই শিশুকে ধর্ষণ ও খুন ছাড়াও আরও বেশ কয়েকজনের শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ রয়েছে ইমরানের বিরুদ্ধেতার মধ্যে চারটি ধর্ষণের অভিযোগও প্রমাণিত হয়েছে

ডিএনএ এবং পলিগ্রাফ পরীক্ষার ফলাফলও আদালতে হাজির করা হয়শুধু তাই নয়, জনরোষের জেরে একসময় আইনজীবীরা ইমরানের হয়ে মামলা লড়তে অস্বীকার করেনমৃত্যুদণ্ডের বিরুদ্ধে পুনর্বিচারের আবেদন করার জন্য ইমরানকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে


শেয়ার করুন

0 facebook: