আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের আদালত একই আসামিকে
চারবার ফাঁসির আদেশ দিল। সাজাপ্রাপ্ত আসামির নাম ইমরান আলী। গত ৯ জানুয়ারি লাহোরের কাছে কাসুর শহরে একটি আবর্জনার
স্তূপে ছয় বছরের শিশু জয়নব আসনারি'র মরদেহ পাওয়া
যায়।
তদন্তে জানা
গিয়েছিল, শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছিল। তারপর থেকেই গোটা
পাকিস্তানজুড়ে ব্যাপক জনরোষ তৈরি হয়েছিল। তুমুল সমালোচনার মুখে পড়েছিল পুলিশ। হত্যার দেড়মাসের মধ্যে অভিযুক্ত ইমরানকে মৃত্যুদণ্ড
দেয় আদালত। শুধু ওই শিশুকে ধর্ষণ ও খুন
ছাড়াও আরও বেশ কয়েকজনের শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ রয়েছে ইমরানের বিরুদ্ধে। তার মধ্যে চারটি ধর্ষণের
অভিযোগও প্রমাণিত হয়েছে।
ডিএনএ এবং
পলিগ্রাফ পরীক্ষার ফলাফলও আদালতে হাজির করা হয়। শুধু তাই নয়, জনরোষের জেরে
একসময় আইনজীবীরা ইমরানের হয়ে মামলা লড়তে অস্বীকার করেন। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে পুনর্বিচারের আবেদন করার জন্য
ইমরানকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: