স্বদেশবার্তা ডেস্কঃ পরীক্ষার্থীদের জুতো-মোজার বদলে স্লিপার বা চটি পরার নির্দেশ দেয়া হয়েছে।স্কুলের
জানালায় ঝুলে আছে বহিরাগতরা। পরীক্ষার্থীদের জন্য সরবরাহ করা হচ্ছে প্রশ্নের উত্তর।
বিহারে পরীক্ষা হলের এ দৃশ্য চমকে দিয়েছিল সবাইকে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার
নকল রুখতে অভিনব সিদ্ধান্ত নিয়েছে বিহার বোর্ড।
আজ বুধবার থেকে বিহারে
শুরু হচ্ছে দশম শ্রেণির পরীক্ষা। প্রায় সাড়ে ১৭ লাখ লাখ পরীক্ষার্থী, ১৪
শ'র বেশি পরীক্ষাকেন্দ্র।
এদিকে অতীতের রেকর্ড
ভালো নয়। নকলের কারণে একাধিকবার বিহারের মুখ পুড়েছে। ইন্টারমিডিয়েট পরীক্ষার সময়ই
প্রায় হাজার খানেক পরীক্ষার্থীকে অসাধু উপায় অবলম্বন করার জন্য বরখাস্ত করা হয়েছিল।
বাইরে থেকে সাহায্য করার জন্যও অনেককে আটক করা হয়েছিল। এই পরিস্থিতিতে নজরদারি
বাড়ানো হয়েছে। সেইসাথে নকল রুখতে পরীক্ষার্থীদের চপ্পল পরার নির্দেশ দিয়েছে
বিহার স্কুল এগজামিনেশন বোর্ড।
বোর্ড নির্দেশিকা জারি
করে জানিয়েছে, নকল ঠেকাতে আগাম সতর্কতা হিসেবেই এই
ব্যবস্থা নেয়া হয়েছে। কেননা প্রত্যেকের জুতা-মোজা খুলে চেক করা সম্ভব নয়। তবে
কোনো পরীক্ষার্থী যদি জুতা-মোজা পরে চলে আসে, তবে
হলে ঢোকার আগে তা খুলে রাখতে হবে। এছাড়াও প্রতি ২৫ পরীক্ষার্থীর জন্য একজন করে
ইনভিজিলেটর নিয়োগ করারও সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পুরো পরীক্ষা প্রক্রিয়াটির
ভিডিও রেকর্ডিং করা হবে। যাতে নজর এড়িয়ে কেউ অসাধু উপায় অবলম্বন করলেও পরে ধরা
পড়ে যায়। এছাড়া বাইরে থেকে কেউ যাতে পড়ুয়াদের প্রভাবিত না করতে পারে, সে
কারণে পরীক্ষাকেন্দ্রের দুই শ' মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে।
0 facebook: