25 February 2018

বেলজিয়ামের ছাত্রীরা ৩০ দিন পর হিজাব পরতে পারবে


আন্তর্জাতিক ডেস্কঃ বেলজিয়ামে হিজাবের ওপর স্কুল কর্তৃপক্ষের আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশটির ম্যাশেমকেলেন অঞ্চলের একটি স্কুলের ১১ জন অভিভাবক আদালতের শরণাপন্ন হন। এর পরপরই স্কুলে হিজাব নিষিদ্ধের ঘোষণাকে অবৈধ ঘোষণা করেছে বেলজিয়ামের একটি আদালতআদালত রায়ে বলেছে, এই নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। 

আদালত বলেছে, তারা মানবাধিকার বিষয়ক ইউরোপীয় চুক্তির আলোকে এই নিষেধাজ্ঞা বাতিল করছেতাই সব ইউরোপীয় দেশেরই তার নাগরিকদের পূর্ণাঙ্গ ধর্মীয় স্বাধীনতা দেয়া উচিতআদালতের এই রায় অনুযায়ী ওই ছাত্রীরা আগামী ৩০ দিন পর থেকে নিজ পছন্দ মতো হিজাব পরতে পারবে

বেলজিয়ামের মুসলিম জনগোষ্ঠীর সংগঠন বেলজিয়াম দিয়ানেত ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার কসকুন বেয়াজগুল বলেছেন, তার সংগঠন এই মামলায় ছাত্রীদের পক্ষে ভূমিকা পালন করেছেতিনি বলেন, এই দেশের এ ধরনের মামলার জন্য এই রায়টি উদাহরণ হয়ে থাকবে২০১৫ সালে বেলজিয়ামে ফ্লেমিশ কমিউনিটি এডুকেশ স্কুল কর্তৃপক্ষ সরকারি স্কুলগুলোতে হিজাব নিষিদ্ধ করেছিল


শেয়ার করুন

0 facebook: