![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ এক এক করে
সৌভাগ্যের সব দরজা খুলে যাচ্ছে সৌদি নারীদের জন্য। গান-বাজনা, খেলা দেখার
অনুমতির পর এবার সামরিক বাহিনীতে চাকরির সুযোগ দেয়া হল সৌদি নারীদের। গত সপ্তাহে রাজকীয় এক ঘোষণায়
বলা হয়েছে, এখন থেকে দেশের নারীরা সামরিক বাহিনীতে চাকরি করার
সুযোগ পাবে। সৌদি যুবরাজ মুহম্মদ বিন
সালমান যে ‘ভিশন-২০৩০’ ঘোষণা করেছেন
তার আওতায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
অবশ্য, সৌদি আরবের সব এলাকার নারীরা এ সুবিধা পাবে না। প্রাথমিকভাবে রিয়াদ, পবিত্র মক্কা, আল-কুসাইম ও
পবিত্র মদিনা এলাকার নারীরা সামরিক বাহিনীতে চাকরির সুবিধা পাবে। সৌদি আরবের সাধারণ নিরাপত্তা
বিভাগ এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। শনিবার আল আরাবিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এতদিন সৌদি
নারীরা এসব চাকরি করতে পারত না। এমনকি গাড়ি চালানোর অনুমতি পর্যন্ত ছিল না। সেক্ষেত্রে যুবরাজ সালমানের এসব পদক্ষেপ আন্তর্জাতিক
অঙ্গনে প্রশংসা পাচ্ছে। তবে, তার এই ভিশন-২০৩০ কর্মসূচির আওতায় এমন কিছু পদক্ষেপ
নেয়ার কথা প্রকাশ পেয়েছে যা সৌদি সমাজ ও ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এ নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: