26 February 2018

এবার সৌদি নারীরা সেনাবাহিনীতেও চাকরি করতে পারবেন


আন্তর্জাতিক ডেস্কঃ এক এক করে সৌভাগ্যের সব দরজা খুলে যাচ্ছে সৌদি নারীদের জন্যগান-বাজনা, খেলা দেখার অনুমতির পর এবার সামরিক বাহিনীতে চাকরির সুযোগ দেয়া হল সৌদি নারীদেরগত সপ্তাহে রাজকীয় এক ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে দেশের নারীরা সামরিক বাহিনীতে চাকরি করার সুযোগ পাবেসৌদি যুবরাজ মুহম্মদ বিন সালমান যে ভিশন-২০৩০ঘোষণা করেছেন তার আওতায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে

অবশ্য, সৌদি আরবের সব এলাকার নারীরা এ সুবিধা পাবে নাপ্রাথমিকভাবে রিয়াদ, পবিত্র মক্কা, আল-কুসাইম ও পবিত্র মদিনা এলাকার নারীরা সামরিক বাহিনীতে চাকরির সুবিধা পাবেসৌদি আরবের সাধারণ নিরাপত্তা বিভাগ এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছেশনিবার আল আরাবিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে


এতদিন সৌদি নারীরা এসব চাকরি করতে পারত নাএমনকি গাড়ি চালানোর অনুমতি পর্যন্ত ছিল নাসেক্ষেত্রে যুবরাজ সালমানের এসব পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পাচ্ছেতবে, তার এই ভিশন-২০৩০ কর্মসূচির আওতায় এমন কিছু পদক্ষেপ নেয়ার কথা প্রকাশ পেয়েছে যা সৌদি সমাজ ও ইসলামের সঙ্গে সাংঘর্ষিকএ নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে


শেয়ার করুন

0 facebook: