28 February 2018

পাকিস্তানে দাড়ির স্টাইল নিষিদ্ধের প্রস্তাব পাস


আন্তর্জাতিক ডেস্কঃ দাড়ি স্টাইল করে ছাঁটাই করা অনৈসলামিকতাই এটি বন্ধের দাবিতে প্রস্তাব পাস করেছে পাকিস্তানের একটি জেলা পরিষদপাঞ্জাব প্রদেশের দেরা গাজি খান জেলা পরিষদে ওই প্রস্তাবটি তোলেন আসিফ খোসাখবর ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য এক্সপ্রেস ট্রিবিউনের

আসিফ বলেন, তরুণরা ফ্যাশনের নামে দাড়ির বিভিন্ন ডিজাইন করছে, এটা ইসলামী শিক্ষার বিরোধীইসলামে ফ্রেঞ্চ কাটও আরও বিভিন্ন স্টাইলে দাড়ি ছাঁটাইয়ের অনুমতি নেই ওই প্রস্তাব অনুযায়ী, দাড়ি ফ্যাশনেবল স্টাইলে ছোট করা (ফ্রেঞ্চ কাট, গোটি) ইসলাম ও সুন্নাহের পরিপন্থি

প্রস্তাবে দেরা গাজি খানের উপকমিশনারকে দ্রুত ওই নিষেধাজ্ঞা কার্যকর করতে বলা হয়েছে। এমনকি যারা দাড়ি নিয়ে ঠাট্টা’ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবনাটি পাস করেছে জেলা পরিষদ। পরে আরও ব্যবস্থা নেয়ার জন্য সেটি উপকমিশনারের কাছে পাঠানো হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের কাছে দাড়ি স্টাইল করা একটি জনপ্রিয় ফ্যাশনপাকিস্তানও এর ব্যতিক্রম নয়কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ইসলামী বিভিন্ন অনুশাসন কঠোরভাবে পালন করা হয়


শেয়ার করুন

0 facebook: