06 February 2018

এবার আইডি কার্ড পাবে চার কোটি গরু


আন্তর্জাতিক ডেস্কঃ এখন থেকে আধার কার্ডের (জাতীয় পরিচয়পত্র) মতো ইউআইডি বা ইউনিক আইডেনটিটি কার্ড পাবে গরুরাগরুর পরিচয়পত্র চালু করছে ভারতে নরেন্দ্র মোদি সরকারসরকার প্রথম পর্যায়ে ৫০ কোটি রুপি বরাদ্দ করেছে গরুর জন্য কার্ড তৈরিতে

ভারতীয় নাগরিকদের জন্য এর আগে পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হতো রেশন কার্ড ও প্যান কার্ড২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর চালু করে আধার কার্ডপরিচয়ের প্রধান দলিলই হচ্ছে এই আধার কার্ডএবার গরুর জন্যও কার্ড তৈরির উদ্যোগ নিল সরকার

ওয়ান ইন্ডিয়ার বেঙ্গলির প্রতিবেদনে বলা হয়েছে, গরুর ইউআইডি কার্ড তৈরিতে প্রথম পর্যায়ে ৫০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছেপ্রথম পর্যায়ে এই কার্ড দেওয়া হবে চার কোটি গবাদিপশুকেসেই কার্ডে আধার কার্ডের মতো প্রতিটি গবাদিপশুর পরিচয় থাকবেঅর্থাৎ, গবাদিপশুর উচ্চতা, লিঙ্গ, শারীরিক চিহ্ন ইত্যাদি


ভারতের কৃষি মন্ত্রণালয় এই কার্ড দেওয়ার ব্যবস্থা নিয়েছেএকেকটি কার্ডের খরচ পড়ছে ৮ থেকে ১০ রুপিগবাদিপশুর এই কার্ডের নাম দেওয়া হয়েছে পশু সঞ্জীবনী


শেয়ার করুন

0 facebook: