10 March 2018

বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করবে রাজধানীর প্রত্যেক থানায়


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা এবং দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে আজ শনিবার রাজধানীর প্রত্যেক থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির অবস্থান কর্মসূচির সময় পুলিশ নেতাকর্মীদের আটক করে এবং কর্মসূচিতে বাধা দেয়

কর্মসূচির শেষ দিকে সেখান থেকে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদল সভাপতি মিজানুর রহমান রাজকে আটকের চেষ্টা করে সাদা পোশাকের পুলিশএ সময় দুই পক্ষের ধস্তাধস্তিতে পণ্ড হয়ে যায় অবস্থান কর্মসূচি গ্রেপ্তার এড়াতে রাজ দৌঁড় দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরেনতখন ডিবি পুলিশ তাকে টেনেহিঁচড়ে চ্যাংদোলা করে আটক করে নিয়ে যায়

পুলিশের ওই আচরণের প্রতিবাদে সেদিনই বিএনপি মহাসচিব শনিবার ঢাকা মহানগরের সব থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন


শেয়ার করুন

0 facebook: