03 April 2018

মজুদ আছে চিনি, তবু দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা


স্বদেশবার্তা ডেস্কঃ রমজানের আগে প্রতিবছর কিছু মুনাফালোভী ব্যবসায়ী চিনির দাম বাড়িয়ে তুলেনএবারও তার ব্যতিক্রম হচ্ছে নাচাহিদার বিপরীতে পর্যাপ্ত মজুদ থাকলেও বাজারে বাড়তে শুরু করেছে চিনির দামএরইমধ্যে দুই থেকে তিন টাকা বেড়েছেআসছে রমজানে চিনির দাম আরও বাড়ার আশঙ্কা খুচরা বিক্রেতাদেরতবে আমদানিকারকরা বলছেন পর্যাপ্ত মজুদ রয়েছেরমজানে দাম বাড়বে না

বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে বছরে মোট চিনির চাহিদা ১৬ লাখ টনএর মধ্যে প্রায় দুই লাখ টন চিনি উৎপাদন করে সরকারি মিলগুলোবাকিটা আমদানি করে চাহিদা মিটিয়ে থাকে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান খুচরা বাজারে গেল কয়েক দিনে কেজিতে তিন টাকা বেড়ে খোলা চিনি বিক্রি হচ্ছে ৫৮ টাকা আর প্যাকেট চিনি ৬২ টাকাবিক্রেতারা বলছেন, আসছে রমজানেরও দাম বাড়তে পারে আরেক দফা

তবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সব কোম্পানির কাছে চিনি মজুদ রয়েছেকিন্তু এক সপ্তাহের ব্যবধানে তারা চিনির দাম বাড়িয়ে তুলেছেরমজানে আরও বাড়বেবাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম আরটিভিকে বলেন, রমজানের আগেই আমদানি করা চিনি বাজারে আসলে সংকট হবে না।  এখন মজুদ যা আছে তা চাহিদা অনুসারে সরবরাহ করা হচ্ছেবাজারও বাড়ছে নাএমন ধারাবাহিকতা বজায় থাকলে দাম ঠিক থাকবে

আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেডের ডিজিএম মনিরুজ্জামান বলেন, রিফাইনারিতে ৪০ হাজার টন লিকুইট চিনি মজুদ আছেনতুন এলসি হয়েছে যা আগামী ৩০ তারিখ আমাদের দেশে ঢুকবে, যার পরিমাণ ৫০ হাজার টনযে সুগার মজুদ রয়েছে, সেক্ষেত্রে রমজানে দেশবাসী সহনশীল পর্যায়ে সুগার পাবেযা ৫৫ থেকে ৫৬ টাকার উপরে উঠবেই না এবার অন্যান্য বারের চেয়ে সাশ্রয়ী দামে বেশি পরিমাণ চিনি বিক্রি করবে সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবি জানালেন প্রতিষ্ঠানটির মুখপাত্র হুমায়ূন কবির

তিনি বলেন, এ বছর আমরা স্থানীয় টেন্ডারের মাধ্যমে চিনি ক্রয় করেছিযা আমরা বাজারজাত করবোগেলো বছরের চেয়ে আমরা বেশি বাজারজাত করবোশেষ রমজান পর্যন্ত অন্যান্য পণ্যের মতো এটাও পাওয়া যাবে
অতি মুনাফালোভী ব্যবসায়ীদের বিষয়ে প্রশাসনকে সতর্ক বলে আগাম হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সামনে ডাকবোতাদেরকে আমাদের ম্যাসেজগুলো দেয়ার চেষ্টা করবোপাশাপাশি চিনির বড় বড় আমদানিকারকরা কতটাকা খরচে আমদানি করেছে, সরবরাহ খরচের পর দাম কত পড়তে পারে তা আমরা মনিটরিং করবোকারসাজি করে কেউ দাম বাড়ার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর


শেয়ার করুন

0 facebook: