21 June 2018

জনমতের চাপে নীতি বদলালেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্কঃ জনমতের কাছে নত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পতাঁর নির্বাহী আদেশে অভিবাসী বাবা-মা ও সন্তানরা বন্দিশালায় একসঙ্গে থাকার সুযোগ পাচ্ছেন

বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বাবা-মা ও তাদের সন্তানদের আলাদা করার প্রশ্নে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মহলের চাপের মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্পএ অবস্থায় পরিবারকে বিচ্ছিন্ন করার নীতি থেকে সরে এলেন তিনি

ট্রাম্প বলেন, বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের আলাদা করার দৃশ্য তাঁর মনে দাগ কেটেছেতবে তাঁর নীতির কারণে এরই মধ্যে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের ব্যাপারে কিছু বলা হয়নি এই নির্বাহী আদেশে

গত ৫ মে থেকে ৯ জুন সময়ের মধ্যে দুই হাজার ২০৬টি পরিবার থেকে দুই হাজার ৩৪২ শিশুকে আলাদা হয়ে গেছে

বুধবার এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘এর ফলে পরিবারকে একসঙ্গে রাখা হবেতিনি বলেন, ‘পরিবারগুলো আলাদা হওয়ার দৃশ্য আমার ভালো লাগেনিতবে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে তাদের ব্যাপারে প্রশাসন শূন্য সহনশীল বলেও মন্তব্য করেন ট্রাম্প

নির্বাহী আদেশে যা আছে

অভিবাসী পরিবারগুলোকে একসঙ্গে আটক রাখা হবেএর মধ্যে বিচারকাজ চলবে পরিবার-সংক্রান্ত অভিবাসী মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে অভিবাসী শিশুদের কত দিন আটকে রাখা হবে, জানতে চেয়ে আদালতের যে রুল রয়েছে, তা পরিবর্তনের অনুরোধ করা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভানকা ট্রাম্প পরিবার বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে অত্যন্ত মর্মাহত হয়েছেন

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, হৃদয়সম্পন্ন যেকোনো মানুষই অত্যন্ত আপ্লুত হয়ে পড়বেনতিনি বলেন, ‘পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ুক, আমরা তা চাই না


শেয়ার করুন

0 facebook: