28 June 2018

মৌলভীবাজার জেলায় ভারতের ছাড়া পানিতে সৃষ্ট বন্যায় ক্ষয়ক্ষতির প্রতিবেদন


স্বদেশবার্তা ডেস্কঃ বিগত কয়েক দিনের বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজার জেলায় সৃষ্ট সার্বিক বন্যা পরিস্থিতি অবশেষে ক্রমশ উন্নতি হচ্ছে।

চলমান বন্যায় রাজনগর উপজেলার ৬টি ইউনিয়নের ৭,১৮০ টি পরিবারারের ২৯,৭৫৮ জন লোক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ১জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিবার এবং ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার, রাজনগর বরাবর ৩৩৩.০০০ মে.টন জিআর চাল, ,৪০,০০০/- টাকা জিআর ক্যাশ এবং ১৩০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলার ৯০৫ হেক্টর জমির আউশ ধান পানিতে নিমজ্জিত হয়েছে।বর্তমানে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

কুলাউড়া উপজেলার ৭ টি ইউনিয়নের প্রায় ৯৪ টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়ে ৪০ কিলোমিটার কাঁচা-পাকা রাস্তা, ৫৬০ টির অধিক কাঁচা-পাকা ঘর-বাড়িসহ ৬, ৩২২টি পরিবারারের ৩৩, ৬০৮ জন লোক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ২ জন নিহত হয়েছেন। তবে হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে ৬ টি ইউনিয়ন প্লাবিত হয়ে ৭৩২৫টি পরিবারের ৩৩,২৩৬ জন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্ণিত ইউনিয়নসমূহের প্রায় ১৪৬০ হেক্টর আউশ ধান পানিতে নিমজ্জিত হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া এর নিকট ৩৭০.০০০ মে.টন জিআর চাল ,,৬০,০০০/- টাকা জিআর ক্যাশ এবং ১২০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে।একই সাথে উপজেলা পরিষদ তহবিল থেকে ১২০০ প্যাকেট শুকনো খাবার ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। উপজেলার চাতলাপুর ব্রীজ থেকে সিমান্ত সড়কের ২৩৮ মি. ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামতের জন্য বরাদ্দ দরকার।

কমলগঞ্জ উপজেলার ১টি পৌরসভা এবং ৯ টি ইউনিয়নের প্রায় ২৭,৯২০টি পরিবারারের ১,৩৭,৪৯৬ জন লোক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ৫ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার,কমলগঞ্জ এর নিকট ৩৬০.০০০ মে.টন জিআর চাল, ,৬০,০০০/- টাকা জিআর ক্যাশ এবং ১২০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। একই সাথে স্থানীয় উদ্যোগে ৩,০০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। উপজেলার ৮০০ হেক্টর জমির আউশ ধান পানিতে নিমজ্জিত হয়েছে। বর্তমানে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলায় ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ৫টি ইউনিয়নের ১২৫ বর্গ কি.মি ক্ষতিগ্রস্ত এলাকার ২০৯০ টি পরিবারারের ৯,৪৩৮ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল এর নিকট ২৩.০০০মে.টন জিআর চাল, ১০,০০০/- টাকা জিআর ক্যাশ বরাদ্দ দেয়া হয়েছে।

মৌলভীবাজার সদর উপজেলার ৮ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার ১০,৫০৮ টি পরিবারের প্রায় ৫১,৩৫৩ জন লোক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। উপজেলার ৪টি আশ্রয় কেন্দ্রে ২০৩ জন বন্যার্ত অবস্থান করছেন। ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার,মৌলভীবাজার সদর বরাবর ২৯৬.০০০ মে.টন জিআর চাল, ,৪০,০০০/- টাকা জিআর ক্যাশ এবং মৌলভীবাজার পৌরসভার জন্য ৬৮.০০০মে.টন জিআর চাল এবং ৩০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলার ১৯৫ হেক্টর আউশ ধান পানিতে নিমজ্জিত হয়েছে।

জুড়ী উপজেলার হাওরের পানি বৃদ্ধি পেয়ে ৪টি ইউনিয়নের ১৭০০টি পরিবারের ৮৫৯০ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন।ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার,জুড়ী বরাবর ২০.০০০ মে.টন জিআর চাল বরাদ্দ দেয়া হয়েছে।

বড়লেখা উপজেলার ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার,বড়লেখা বরাবর ১৫.০০০ মে.টন জিআর চাল বরাদ্দ দেয়া হয়েছে।

* তথ্য: (ত্রাণ ও পুনর্বাসন শাখা)জেলা প্রশাসক,মৌলভীবাজার।
ফাইল ছবিঃ পারভেজ হামিদ।


শেয়ার করুন

0 facebook: