নিজস্ব প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমল আলী শামীমের নিথর দেহখানা আজ সকালে গাজিপুর সাগরনাল রোডস্থ মধ্য পাহাড়ে পাওয়া গেছে।
স্থানীয় লোকজন দৈনিক স্বদেশ বার্তার কুলাউড়া প্রতিনিধিকে জানান, গতকাল রাত অনুমান ১১/১২ টার দিকে তারা মৃতদেহ দেখতে পান।
জুড়ীর সাগরনাল থেকে মোটরসাইকেলযোগে কুলাউড়া ফেরার পথে গাজীপুর সংলগ্ন পাহাড়ী পথে বন্য হাতির কবলে পড়ে নিখোঁজ ছিলেন সাবেক এই ছাত্রদল নেতা আজমল আলী শামীম। দলীয় নেতকর্মীদের সুত্রে জানা যায়। পুলিশসহ স্থানীয়দের সহায়তায় তাকে খোঁজার পর বুধবার ভোরে শাহ্ সুন্দর রহমতুল্লাহি আলাইহির (আদাআদির) মাজার সংলগ্ন এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়।
উনার জানাজার নামায আজ (বুধবার) রাত ৯টায় উত্তর বাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হইবে।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
মৌলভীবাজার
0 facebook: