স্বদেশবার্তা ডেস্কঃ আর্জেন্টিনা-ফ্রান্স
ম্যাচে আর্জেন্টিনা হেরে যাওয়াকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় আর্জেন্টিনা
সমর্থকদের ছুরিকাঘাতে দুই সহোদরসহ তিন যুবক আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের
টোটালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,
বদরখালী টোটালিয়াপাড়ার আনোয়ার আলীর ছেলে আবু হানিফ (১৭),
খালকাছা এলাকার আলী আজমের ছেলে রেজাউল করিম মানিক (২৫) ও
তার ছোট ভাই মুহম্মদ রুবেল (২৩)।
প্রত্যক্ষদর্শী
সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টায়
আর্জেন্টিনা-ফ্রান্সের খেলা শুরু হয়। টোটালিয়া পাড়ার একটি চায়ের দোকানে খেলা দেখে বাড়ি ফিরছিলেন তারা। এসময় আর্জেন্টিনা হেরে যাওয়াকে কেন্দ্র করে উল্লাস
করতে থাকে ব্রাজিল সমর্থকরা। পরে আর্জেন্টিনা সমর্থক রাজিব ও বাবুল নামের দুই যুবকের সাথে হানিফ, মানিক ও রুবেলের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে হানিফ ও মানিককে ছুরিকাঘাত করে রাজিব। এতে রুবেল বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে হানিফ ও মানিকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল
কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
চকরিয়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা মুহম্মদ তামিমুল হাসান বলেন,
আহত দুইজনের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
চকরিয়া থানার
পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছির আরাফাত বলেন, এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খবর বিভাগঃ
অন্যান্য সংবাদ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: