24 July 2018

ভল্টে রাখা সোনা নিয়ে অনর্থক আলোচনাঃ অর্থমন্ত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সোনা নিয়ে অনর্থক আলোচনা হচ্ছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতমঙ্গলবার সচিবালয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী ডিসি সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশনে যোগদানের পর সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকে ৯৬৩ কেজি সোনা রয়েছেএর মধ্যে দূষিত সোনা মাত্র তিন কেজিযার মান নিয়ে প্রশ্ন উঠেছেএই সোনা নিয়ে অনর্থক (ইউজলেস) আলোচনা হচ্ছে

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে বাজেটের অর্থ ব্যয় করাটাই এখন বড় চ্যালেঞ্জএ বছর ১ জুলাই থেকেই বাজেটের অর্থ ছাড় প্রক্রিয়া শুরু হয়েছেতবে এখন আমাদের কর আদায় পরিস্থিতি বেশ ভাল


শেয়ার করুন

0 facebook: