আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রে মারাঠিদের জন্য সরকারি চাকুরি ও শিক্ষায় কোটা সংরক্ষণের দাবিতে চলছে বনধ। দাবি বাস্তবায়নের দাবি নদীতে ঝাপ দিয়ে এক যুবকের আত্মহত্যার পর আরও উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ।
এনডিটিভি জানায়, দীর্ঘদিন ধরে কোটার দাবিতে আন্দোলন করে আসছিল মারাঠা ক্রান্তি মোর্চা নামে একটি সংগঠন। সোমবার কোটা চেয়ে আওরঙ্গবাদ জেলার গোদাভারি নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন এক আন্দোলনকারী। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মারাঠিরা। ডাক দেয়া হয়, বনধের।
মঙ্গলবার সকালে আওরঙ্গবাদ জেলায় বিভিন্ন সরকারি গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা। রাস্তায় টায়ার জালাতে দেখা যায় অনেককে। পারভানিনগর জেলায় ট্রেন চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন, মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস। তিনি বলেন, কোটা বিষয়ে আমরা দৃঢ পদক্ষেপ নেব।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: