28 August 2018

ইন্দোনেশিয়ায় ফের ৬.৪ মাত্রার ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় আবারও ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপে উঠে এসেছে। আজ ইন্দোনেশিয়ান পূর্ব প্রদেশ নুসা তেনগারার রাজধানী কুপাঙের ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। 


এর আগে গত ২৭ আগস্ট দেশটির লম্বক দ্বীপে ৬.৯ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে। সেটিও ১০ কিলোমিটার গভীরতায়ই ছিল। যার প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি সে দেশের বাসিন্দারা। এরই মধ্যে ফের তীব্র কম্পন সেখানে প্রবল আতঙ্ক ছড়ায়। এছাড়া আগস্টের শুরুর দিকেও দেশটিতে ৭.০ মাত্রায় ভূমিকম্প হয়েছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়। সে সময় কমপক্ষে ৪৩৫ জনের প্রাণহানি ঘটেছিল।


শেয়ার করুন

0 facebook: