03 September 2018

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত


স্বদেশবার্তা ডেস্কঃ নোয়াখালীর সেনবাগে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আজ(সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

0 facebook: