03 September 2018

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদ সহজ করার লক্ষে অবহিতকরণ সভা


স্বদেশবার্তা ডেস্কঃ মুহম্মদ তাজুদুর রহমানঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়াম ২ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় ক্ষুদ্র নৃ - গোষ্ঠী সনদ সহজীকরণের লক্ষে অবহিতকরণ সভা ও ক্ষুদ্র নৃ - গোষ্ঠী শুমারি ২০১৮ প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম ।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আসন গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) আশরাফুর রহমান , লেখক গবেষক আহমদ সিরাজ, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি জিডিসন প্রধান ছুচিয়াং , সমাজেসেবী মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, প্রধান শিক্ষক আব্দুল মতিন, বিচারপতি এস কে সিনহা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রাজকান্ত সিংহ , শিক্ষক লোকেন্দ্র সিংহ , জয়ন্ত কুমার সিংহ ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলো কমলগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু , কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়। ক্ষুদ্র নৃ- গোষ্ঠী প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল মতিন ,আদিবাসী নেতা জিডিসন প্রধান, আনন্দ মোহন সিংহ, মণিপুরী সমাজ কল্যান সমিতি ( কেন্দ্রীয় ) সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ ।

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার সকল নৃ- গোষ্ঠীর সদস্যরা ও বিভিন্ন  নৃ- গোষ্ঠী সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ,বিশিষ্ট  ব্যক্তিরা উপস্থিত ছিলেন । উদ্বোধনী সভার প্রধান অতিথি প্রকল্পের সমন্নয়কারী জেলা প্রশাসক তোফায়েল ইসলাম বলেন, মৌলবীবাজার জেলায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের সনদ প্রাপ্তি সহজীকরণের পাইলট প্রকল্প হিসাবে নেয়া হয়েছে ।

জেলা ক্ষুদ্র নৃ- গোষ্ঠী লোকজন সনদ পেতে ৪ টি দপ্তরে যেতে হয় । তাইএ কাজকে সহজীকরণের জেলা ও কমলগঞ্জ উপজেলার পরিসংখ্যান অফিসের সহায়তায় তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে তথ্য নিয়ে একটি ডাটাবেজ তৈরী করে সনদ গ্রহণকারীরা অনলাইনে আবেদন করে সনদ পেতে পারবেন দ্রুত সময়ে ।

জেলা প্রশাসনের এমন আয়োজনে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সদস্য সহ সবাই ভুয়সী প্রশংসা করেন ।


শেয়ার করুন

0 facebook: