![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ মোবাইল ফোন ছাড়া একটা মুহূর্ত চলা অনেকের পক্ষেই কঠিন। কিন্তু টানা মোবাইল ফোন ব্যবহারের ফলে কি পরিণতি হতে পারে তা চীনা এক তরুণী ঘটনায় সহজে অনুমেয়। এক সপ্তাহ লাগাতার ফোন ব্যবহার করছিলেন চীনা ওই তরুণী। ঘরে-বাইরে সর্বক্ষণ তার হাতের আঙুল ছিল স্মার্টফোনের পর্দায়।
চীনা গণমাধ্যম সাংহাইইসট জানায়, দীর্ঘ ক্ষণ মোবাইল ফোন ব্যবহার করার ফলে একদিন হঠাৎ ওই তরুণীর আঙুল বাঁকা হয়ে যায়। কিছুতেই স্বাভাবিক হচ্ছিল না। শেষ পর্যন্ত তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। দেশটির হুনান প্রদেশের চ্যাংসা শহরে সম্প্রতি এই ঘটনা ঘটেছে।
পিয়ার ভিডিও’র ফেসবুক পেজে বলা হয়, সম্প্রতি এই তরুণী তার অফিস থেকে এক সপ্তাহের ছুটি নেন। কিন্তু তার অবসর সময়ের পুরোটাই ব্যয় করেন তার স্মার্টফোনের পিছনেই। শুধুমাত্র ঘুমের সময়টাতেই তিনি ফোন থেকে দূরে থাকতেন। কয়েক দিন পর তিনি ডান হাতে তীব্র ব্যথা অনুভব করেন এবং আঙুল আর সোজা করতে পারছিলেন না।
হাসপাতালের যাওয়ার পর চিকিৎসক তাকে জানান, তিনি টেনোসিনোভাইটিসে আক্রান্ত। একই ধরনের কাজ বার বার করার কারণে মাংসপেশির চারপাশে থাকা তরল পদার্থে প্রদাহ সৃষ্টি হয়।
চিকিৎসক তাকে সতর্ক করে বলেন, মোবাইল ফোন ব্যবহার করার ফাঁকে ফাঁকে আঙুলকে মাঝে মাঝে বিশ্রাম দিতে হয়।
খবর বিভাগঃ
অন্যান্য সংবাদ
আন্তর্জাতিক
0 facebook: