15 November 2018

নয়াপল্টনের ঘটনায় মির্জা আব্বাসকে আসামি করে তিন মামলা, গ্রেফতার ৫০


স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা ও দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা হয়েছে

এসব মামলায় এ পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি মাহমুদুল হাসানবুধবার রাতে তিনি গণমাধ্যমকে জানান, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধার অভিযোগে এসব মামলা হয়েছে

মামলাগুলোতে বিএনপি নেতা মির্জা আব্বাসকেও আসামি করা হয়েছে বলে জানান ওসি

এদিকে রাতে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ প্রোগ্রামে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, নয়াপল্টনের ঘটনায় তিনটি মামলা হয়েছেএসব মামলায় ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছেএছাড়া ৩০ জনকে সনাক্ত করা হয়েছে

এদিন দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে

এতে বিএনপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ পুলিশ সদস্য আহত হনএসময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে

নয়াপল্টনে সংঘর্ষের জন্য বিএনপিকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিডিও দেখে পুলিশের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে

তথ্যঃ নয়া গিগন্ত


শেয়ার করুন

0 facebook: