15 November 2018

২০১৯ সালে মালদ্বীপকে সবচেয়ে বেশি আর্থিক সাহায্য দেবে সৌদি


আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপের ২০১৯ সালের প্রস্তাবিত বাজেটে দেখা যায় যে আসছে বছরে দেশটি বিদেশী রাষ্ট্রগুলোর মধ্যে এককভাবে সৌদি আরবের কাছ থেকে সবচেয়ে বেশি আর্থিক সাহায্য লাভ করবে

অর্থ ও ট্রেজারি মন্ত্রণালয়ের এক নোটে বলা হয়, আসছে বছরে দ্বিপাক্ষিক অংশীদার দেশগুলোর কাছ থেকে এক বিলিয়ন মালদিভিয়ান রুপি সহায়তার আশা করা হচ্ছে, যা এখনো ছাড়া করা হয়নিএর মধ্যে সৌদি আরব এককভাবে সবচেয়ে বেশি ১৬৯ মিলিয়ন মালদিভিয়ান রুপি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে

এর বাইরেও দ্বিপাক্ষিক অংশীদারদের কাছ থেকে ঋণ আকারে আরো এক বিলিয়ন মালদিভিয়ান রুপি পাওয়া যাবে বলে আভাস দেয়া হয়েছেএক্ষেত্রেও সবচেয়ে বেশি ৬১৩ মিলিয়ন মালদিভিয়ান রুপি আসবে সৌদি আরবের কাছ থেকে

কিং সালমান মসজিদ নির্মাণসহ মালদ্বীপের বিভিন্ন প্রকল্পে সহায়তা দিয়ে যাচ্ছে সৌদি আরবনির্মাণ শেষ হলে কিং সালমান মসজিদ হবে মালদ্বীপের সবচেয়ে বড় মসজিদএর পুরো নির্মাণ ব্যয় বহন করছে সৌদি সরকারসূত্রঃ আরব নিউজ


শেয়ার করুন

0 facebook: