কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টার দিকে মারসান্দিজ রেলস্টেশনের কাছে কোনিয়াগামী দ্রুতগতির একটি ট্রেনের সঙ্গে অন্য একটি লোকোমোটিভের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে দ্রুতগতির ট্রেনের দুটি বগি বিধ্বস্ত হয়ে যায়।
আঙ্কারার গভর্নর ভাসিপ শাহিন জানান, ইয়েনিমাহল জেলার এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রযুক্তিগত তদন্ত চলছে। উদ্ধার–প্রচেষ্টা অব্যাহত আছে।
গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে জরুরি বিভাগের কর্মীদের ঘটনাস্থলে কাজ করতে দেখা গেছে। ট্রেনের ধাক্কায় মারসান্দিজ রেলস্টেশনের ওভারপাসটি ভেঙে পড়েছে। ট্রেনটিরও অন্তত দুটি বগি বিধ্বস্ত হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: