29 December 2018

সিলেট বিভাগের ১৯ আসনের ৬৪ ভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ


সিলেট প্রতিনিধিঃ সিলেট বিভাগের ১৯টি আসনে এবার ২ হাজার ৮০৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবেভোট গ্রহণের জন্য এসব কেন্দ্রগুলোকে প্রস্তুত করছে নির্বাচন কমিশনতবে এসব কেন্দ্রের ৬৪ ভাগই ঝুঁকিপূর্ণহিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশনএর মধ্যে ৮ ভাগ অধিক ঝুঁকিপূর্ণ

সিলেট বিভাগের চার জেলার মধ্যে অধিক ঝুঁকিপূর্ণকেন্দ্র সবগুলোই মৌলভীবাজার জেলায়এর সংখ্যা ২১২টি

তবে কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণঅধিক ঝুঁকিপূর্ণবলতে নারাজ নির্বাচন কমিশনতাদের ভাষায় এসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণঅধিক গুরুত্বপূর্ণহিসেবে চিহ্নিত করা হয়েছেএসব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মো. কামরুল আহসান

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন বলেন, মফস্বলের সাধারণ সকল কেন্দ্রে ১৪ জন, পৌর এলাকায় সাধারনে ১৫, নগরীর সাধারন কেন্দ্রে ১৬ জন করে পুলিশ থাকবেএছাড়াও সকল গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১ জন করে ও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২ জন করে বাড়তি পুলিশ মোতায়ন করা হবে

ইসরাইল হোসেন বলেন, নির্বাচনী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্ব পালন করবেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাএছাড়া সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন সমন্বয়ে গঠিত রিজার্ভ ফোর্স, কেন্দ্রভিত্তিক মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স নিরাপত্তায় থাকবে

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, প্রার্থীর পক্ষে কোনো গোষ্ঠী অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা চালাতে পারে, ভোট কেন্দ্রের পাশে প্রার্থী বা তার নিকটাত্মীয়ের বাড়ি রয়েছে এমন সব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছেএছাড়া ভৌগোলিক অবস্থান, এলাকার রাজনৈতিক অবস্থা ও ভোট কেন্দ্রের স্থাপনাকেও এ বিবেচনায় নেয়া হয়েছেএই কেন্দ্রগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বেশি থাকবে

সচেতন নাগরিক কমিটি (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, আগে বলা হতো ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণএখন বলা হয় গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণকিন্তু বিশেষণ পাল্টালেও অবস্থা তো পাল্টাচ্ছে নাবরং ঝুঁকিপূর্ণ না বলে প্রকৃত অবস্থাকেই আড়াল করা হচ্ছেতিনি বলেন, যে ভাবেই অভিহিত করা হোক, এসব কেন্দ্র নিরাপদ করতে যেনো কোনো গাফিলতি করা না হয়জনগন যেনো নির্বিঘ্নে ভোট দিতে পারে

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেটের কার্যালয় সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯ আসনে ৬৬ লাখ ২২ হাজার ৫৬৫ জন ভোটার রয়েছেনতারা ২ হাজার ৮০৫টি ভোট কেন্দ্রে ১৩ হাজার ৪৯৬ ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেনআইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় এসব কেন্দ্রের মধ্যে ১ হাজার ২১টি কেন্দ্র সাধারণ, ১ হাজার ৫৭২টি গুরুত্বপূর্ণও মৌলভীবাজার জেলার ২১২টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণহিসেবে চিহ্নিত করা হয়েছে

এ হিসাবে মোট ভোট কেন্দ্রের ৫৬ দশমিক শূন্য ৪ ভাগ ঝুঁকিপূর্ণও ৭ দশমিক ৫৬ ভাগ অধিক ঝুঁকিপূর্ণকেন্দ্রবাকি ৩৬ দশমিক ৪০ ভাগ সাধারণ ভোট কেন্দ্রসিলেট জেলার ৬ আসনে ২২ লাখ ৫২ হাজার ৭৬৪ ভোটার রয়েছেনতাদের জন্য ৯৯২টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছেএর মধ্যে ৩৮৫টি কেন্দ্র সাধারণ ও গুরুত্বপূর্ণ ৬০৭টি কেন্দ্র রয়েছেমোট ভোটকক্ষ ৪ হাজার ৭৫৪টিসুনামগঞ্জে ৫ আসনে ১৬ লাখ ৪৭ হাজার ৫৬৬ ভোটার রয়েছেনতাদের জন্য ৬৬৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছেএর মধ্যে ২৫১টি কেন্দ্র সাধারণ ও গুরুত্বপূর্ণ ৪১৭টি কেন্দ্র রয়েছেভোটকক্ষ ৩ হাজার ২৯১টি

মৌলভীবাজারে ৪ আসনে ১২ লাখ ৯৬ হাজার ৬৭১ ভোটার রয়েছেন৫১২টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছেএর মধ্যে ১৭৪টি সাধারণ, গুরুত্বপূর্র্ণ ১২৬টি ও অধিক গুরুত্বপূর্ণ ২১২টি কেন্দ্রএ জেলায় মোট ভোটকক্ষ ২ হাজার ৬০১টিহবিগঞ্জে ৪ আসনে ১৪ লাখ ২৫ হাজার ৫৬৪ ভোটার রয়েছেন৬৩৩টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছেএর মধ্যে ২১১টি সাধারণ ও গুরুত্বপূর্র্ণ ৪২২টিহবিগঞ্জে মোট ভোটকক্ষ ২ হাজার ৮৫০টি


শেয়ার করুন

0 facebook: