পুলিশের এক মুখপাত্র জানান, মানুষকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে ২১ বছর বয়সী কাজুহিরো কুসাকাবি মধ্যরাতের মাত্র ১০ মিনিট আগে টোকিও’র ফ্যাশন ডিস্ট্রিক হারাজুকুর তাকাশিতা স্ট্রীটে জনতার ভিড়ের মধ্যে একটি ছোট গাড়ি তুলে দেয়।
জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে পরিবেশিত খবরে বলা হয়, কুসাকাবি পুলিশকে বলেছে সে মানুষ হত্যার উদ্দেশ্যে সেখানে এ গাড়ি হামলা চালিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
ওই পুলিশ মুখপাত্র এএফপি’কে বলেন, হামলার সময় এক কলেজছাত্র মারাত্মকভাবে আহত হয়। তার অস্ত্রোপচার করা হচ্ছে।
পুলিশ জানায়, হত্যা প্রচেষ্টা চালানোর অভিযোগে কুসাকাবিকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কুসাকাবি ওই সড়কে তার গাড়ি দিয়ে মোট নয় জনকে আঘাত করে। পুরো রাস্তায় বর্ষবরণকারীদের ভিড় থাকায় তখন পথটিতে গাড়ি চলাচল নিষিদ্ধ ছিল।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: