16 January 2019

নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন মনগড়াঃ ইসি রফিকুল

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা প্রত্যাখ্যান করেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামতিনি বলেছেন, এ প্রতিবেদন পূর্বনির্ধারিত ও মনগড়া

গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি

রফিকুল ইসলাম বলেন, টিআইবি যেটিকে গবেষণা বলে দাবি করছে, তা কোনো গবেষণা নয়, প্রতিবেদন মাত্রকেননা গবেষণা করতে যেসব পদ্ধতি প্রয়োগ করতে হয়, তা এখানে প্রয়োগ করা হয়নিএটি সম্পূর্ণরূপে মনগড়া প্রতিবেদনএ ছাড়া বলা হয়েছে, এটা তাদের প্রাথমিক প্রতিবেদনতার অর্থই হচ্ছে, এই প্রতিবেদন পূর্বনির্ধারিত

তিনি বলেন, ভোটের কারচুপির তথ্য নিলে অবশ্যই সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে তথ্য নিতে হবে বা লিখিত কোনো ডকুমেন্ট থেকে তথ্য নিতে হবেকিন্তু টিআইবি তা করেনিকোন সোর্স থেকে কী প্রক্রিয়ায় তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে, তা উলে­খ করা হয়নিকাজেই এটা কোনো গবেষণা হয়নি

ইসি রফিকুল আরও বলেন, বলা হয়েছে বাছাইকৃত প্রার্থীদের কাছ থেকে তারা তথ্য নিয়েছেএক্ষেত্রে জামায়াতের প্রার্থীদের কাছ থেকে তথ্য নিলেও গবেষণা প্রতিবেদন এক রকম হবেআর আওয়ামী লীগের প্রার্থীদের কাছ থেকে নিলে আরেক রকম হবেটিআইবির গবেষণায় এগুলো স্পষ্ট নয়আমরা এই প্রতিবেদন আমলে নিচ্ছি নাযদি গবেষণা হতো, তবে আমলে নিতে পারতাম


শেয়ার করুন

0 facebook: