22 January 2019

প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া ‘নীলগাই’ উদ্ধার, পশুটি দেখতে শতশত মানুষ ভিড়

ছবিঃ সংগৃহিত
জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলা থেকে একটি বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার করা হয়েছেমঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার থেকে পশুটি উদ্ধার করা হয়পশুটি এক নজর দেখতে শতশত মানুষ ভিড় করছেন

স্থানীয় সূত্রে জানা যায়, জোতবাজার গ্রামের পাশে পশুটি ঘুরাঘুরি করছিলএ সময় স্থানীয় কয়েকজন যুবক পশুটি ধরে বাজারে বেঁধে রাখেপরে ইউনিয়ন পরিষদে রাখা হয় এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়আটকের পর থেকে পশুটি লাফালাফি করছে

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, সকালে বাজারের পাশে পশুটি ঘুরাঘুরি করছিলপরে কয়েকজন যুবক অপরিচিত এ পশুটি আটক করে বেঁধে রাখেএ পশুটি আমরা ডিসকোভারি চ্যানেলে দেখেছিযতদূর সম্ভব এটি বনগরু

নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উত্তম কুমার জানান, তিনি বিষয়টি শুনেছেনদলছুট হয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে পথ ভুলে বাংলাদেশের লোকালয়ে পশুটি চলে এসেছেএটি বিলুপ্তপ্রায় নীলগাই

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান বলেন, পশুটি উদ্ধার করে উপজেলায় নিয়ে আসা হয়েছেঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে


শেয়ার করুন

0 facebook: