24 January 2019

প্রবাসীদের বিয়ে করতে নিষেধ করলেন থানার ওসি, ভিডিওসহ


জেলা প্রতিনিধিঃ এক পুলিশ কর্মকর্তা ছাত্রীদের বলতেছেন বিদেশী ছেলেদের বিয়ে করবেনা সম্প্রতি ফেইসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন কারন তারা তোমাদের কাজের মেয়ে হিসেবে ট্রিট করে বিয়ে করে চলে যাবে, আবার আসবে তিন বছর পরে। এরকম কোন শশুর শাশুড়ি বিদেশী ছেলেদের সাথে বিয়ে দিতে চাইলে ৯৯৯ নম্বরে কল করবা, পুলিশ আর আগের পুলিশ নাই।

যে পুলিশ এই ভিডিওটি শেয়ার করেছে তার তথ্য মতে জানা গেছে, সে ছাগলনাইয়া থানার ওসি এম এম মুর্শেদ পিপিএম। এই বক্তব্যের ভিডিও ভাইরাল হবার পর সোশিয়াল মিডিয়াতে চলছে প্রতিবাদের ঝড় ।

ফেইসবুকে এ নিয়ে প্রবাসীরা তাদের বিভিন্ন ভাবে মতামত দিচ্ছেন ক্ষোভ প্রকাশ করতেছেন। কিছু স্ট্যাটাস এর নমুণা তুলে ধরা হলো:

এমন বক্তব্যে আমরা প্রবাসীরা খুবই মর্মাহত। আমাদের পাঠানো টাকার থেকে যে রেমিটেন্স সরকার পায় তা সম্পুর্ন সরকারি কাজে ব্যয় করে সরকার। তাহলে কেন সরকারি কর্মকর্তা হয়ে ওনি প্রবাসী ছেলেদের বিয়ে না করার অনুরুদ করেন?’

এমন বিরুপ মন্তব্য করে আমাদের সকল প্রবাসীদের ছোট করলেন ওনি।

আমি এই বক্ত্যের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি.!!

সবাই এক সাথে আওয়াজ তুলুন এই চার টাকার বেতনের কর্মকর্তার বিরুদ্ধে।

এভাবে পোস্টে কমেন্ট করে সবাই প্রতিবাদ জানাচ্ছেন। এ বিষয়ে ওসি এম এম মুর্শেদের বক্তব্য জানার জন্য ফোন করা হলে কল রিসিভ করা হয়নি।


শেয়ার করুন

0 facebook: