25 January 2019

ইসরাইলি বর্বরতার প্রতিবাদে কাতারের অর্থ-সাহায্য নিচ্ছে না হামাস

গাজায় হামাসের উপপ্রধান খালিল আল হায়া
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজার অধিবাসীদের জন্য বরাদ্দ-করা কাতারের অর্থ সাহায্যের নতুন এক চালান গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে

ইসরাইলের হয়রানি, অসদাচরণ ও চুক্তি-ভঙ্গের প্রচেষ্টার জবাবে এই অস্বীকৃতির কথা জানিয়েছেন গাজায় হামাসের উপপ্রধান খালিল আল হায়া

সম্প্রতি  ইহুদিবাদী ইসরাইল  গাজার অধিবাসীদের জন্য বরাদ্দ-করা কাতারের অর্থ সাহায্যের একটি চালান আটকে দেয়ার পর হামাসের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হল

ইসরাইলের অধিকৃত অঞ্চলের সঙ্গে গাজার সীমান্তে সহিংস ঘটনার অজুহাত দেখিয়ে ইসরাইল কাতারের ওই অর্থ-সাহায্যের চালান আটক করে

হামাসের উপপ্রধান খালিল আল হায়া গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, ইসরাইল ফিলিস্তিনের আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কাতারের অর্থ সাহায্যের ওই তহবিল নিয়ে রাজনৈতিক খেলা খেলছেআগামী নয় এপ্রিল ফিলিস্তিনের সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে

গত নভেম্বর মাসে স্বাক্ষরিত অনানুষ্ঠানিক এক চুক্তির আলোকে কাতার এক মাসে গাজার জন্য এক কোটি পঞ্চাশ লাখ ডলার অর্থ পাঠায়এই অর্থ দিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন দেয়া হয় ও সাহায্য করা হয় গাজার দরিদ্র জনগণকেতবে এ জন্য গাজা ও ইসরাইল অধিকৃত সীমান্তে অপেক্ষাকৃত শান্ত অবস্থা ফিরিয়ে আনতে হয়েছে।   

চলতি সপ্তায় গাজায় কাতারের অর্থ সাহায্যের তৃতীয় চালান পৌঁছার কথা ছিলকিন্তু  গত মঙ্গলবার গাজা সীমান্তে ইসরাইলের এক সেনা সামান্য আহত হলে নেতানিয়াহু ওই অর্থ আটকে দেনএকই দিনে গাজায় ইসরাইলি সেনাদের গোলা-বর্ষণে অন্তত একজন ফিলিস্তিনি শহীদ ও চার জন আহত হন

গত বছরের ত্রিশে মার্চ থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় গাজার অন্তত ২৫০ ফিলিস্তিনি শহীদ ও ২৬০০ জনেরও বেশি আহত হয়েছেনগাজার ওপর ইসরাইলি অবরোধ তুলে নেয়া এবং ফিলিস্তিনি শরণার্থীদের স্বদেশে ফেরার অধিকার বাস্তবায়নের  দাবিতে গাজার ফিলিস্তিনিরা প্রতি শুক্রবার সীমান্ত এলাকায় মিছিল করছেন১৯৪৮ সালে অবৈধভাবে ফিলিস্তিনে ইসরাইল রাষ্ট্র ঘোষণা করা হয় এবং সেখান থেকে লাখ লাখ ফিলিস্তিনিকে বিতাড়ন করা হয় জোর করে


শেয়ার করুন

0 facebook: