![]() |
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম বলেন, শনিবার সকালে বিদ্যালয়ে এসে দেখতে পাই শহীদ মিনারটি ভাঙা। সঙ্গে সঙ্গে এলাকাবাসী ও থানা পুলিশকে খবর দেই। আমাদের ধারণা শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকায় রাতে দুর্বৃত্তরা শহীদ মিনারটি ভেঙে ফেলে। দুই বছর আগে সরকারি প্রকল্পে বিদ্যালয়ের সামনে ছোট আকারে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। কিন্তুু বুঝতে পারছি না এমন জঘন্য কাজটি করেছে কারা।স্থানীয় এসো গড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়ান বলেন, স্বাধীনতাবিরোধী চক্র ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানাই।
এ বিষয়ে সোনাইমুড়ী থানা পুলিশের ওসি আবদুস সামাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: