26 January 2019

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা


জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরাশহীদ মিনারটি ভেঙে ফেলায় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম বলেন, শনিবার সকালে বিদ্যালয়ে এসে দেখতে পাই শহীদ মিনারটি ভাঙাসঙ্গে সঙ্গে এলাকাবাসী ও থানা পুলিশকে খবর দেইআমাদের ধারণা শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকায় রাতে দুর্বৃত্তরা শহীদ মিনারটি ভেঙে ফেলেদুই বছর আগে সরকারি প্রকল্পে বিদ্যালয়ের সামনে ছোট আকারে শহীদ মিনারটি নির্মাণ করা হয়কিন্তুু বুঝতে পারছি না এমন জঘন্য কাজটি করেছে কারাস্থানীয় এসো গড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়ান বলেন, স্বাধীনতাবিরোধী চক্র ছাড়া এমন কাজ কেউ করতে পারে নাএ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানাই

এ বিষয়ে সোনাইমুড়ী থানা পুলিশের ওসি আবদুস সামাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিতারা বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে


শেয়ার করুন

0 facebook: