12 February 2019

বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক দল, তারা কেউ কাউকে ছাড়বে নাঃ কাদের


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক দল, একটু কম আর বেশী, তারা কেউ কাউকে ছাড়বে বলে মনে হয় না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে কারা থাকলো না থাকলো তা নিয়ে সরকারের মাথা ব্যথা নেই। তবে বেশ কিছু দল স্বতন্ত্র হিসেবে প্রার্থী দেবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডাকসু নির্বাচন নিয়ে বিএনপিতে টানাপোরেন আছে, লন্ডনে পালিয়ে থাকা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা বলবে তাই করবে ছাত্রদল।


শেয়ার করুন

0 facebook: