আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন বেসামরিক লোকজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সিরিয়ার দেইর আজ জর প্রদেশে এ হামলা চালানো হয়। খবর মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলুর। এক সিরীয় কর্মকর্তা জানান, আইএস জঙ্গিদের লক্ষ্য করে চালানো হয় এই হামলা চালানো।
তবে হামলা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায় নি মার্কিন জোট। সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রায় আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: