13 February 2019

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত

ছবিঃ সংগৃহীত
স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রাজধানীতে পৃথক ঘটনায় ৫ জন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনিবাসের ধাক্কায় এক পথচারী, মিরসরাইয়ে ৩ জন, খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষক, সীতাকুন্ডে পৃথক ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছেন। ঢাকা রাজধানীর শ্যামপুরে ছালছাবিল পরিবহনের একটি বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শ্যামপুর পোস্তগোলা ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে পোস্তগোলা ব্রিজের উপরে ছালছাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিনজনের মৃত্যু হয়েছে। তবে তাৎণিকভাবে তাদের পরিচয় জানতে পারেনি পুলিশ। এদিকে খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আবদুর রাজ্জাক (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত রাজ্জাকের বোন বানু আক্তার জানান, তারা খিলগাঁও এলাকায় থাকেন। সন্ধ্যায় একটি মোটরসাইকেল তার ভাইকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, রাজ্জাকের লাশ মর্গে রাখা হয়েছে। অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় রিকশা আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রুবেল চকিদার (২৮)। তিনি পেশায় রং ব্যবসায়ী। 

গতকাল মঙ্গলবার দুপুর  ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি শরিয়তপুরের জাজিরা উপজেলার আবদুল ব্যাপারি কান্দী গ্রামের মৃত আবদুল জব্বারের সন্তান। বর্তমানে তিনি রায়েরবাগ মেরাজ নগর এলাকায় থাকতেন। নিহতের বড় ভাই আবদুল মজিদ জানান, রুবেল অবিবাহিত ছিল, পেশায়  ব্যবসায়ী ছিল। দোকানে-দোকানে রং সাপ্লাই দিতো। যাত্রাবাড়ী কাচাবাজার থেকে বাজার শেষে রিকশা করে বর্তমান ঠিকানায় ফেরার পথে একটি বাসের ধাক্কায়  ছিটকে পড়ে গিয়ে রুবেলের মৃত্যু হয়। তবে রিকশা চালক ভাল আছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, কুতুবখালী মেইন রাস্তায় বাসের ধাক্কায় রুবেলের মৃত্যু হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। চট্টগ্রাম চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাটে মিনিবাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত মো. ইসহাক মিয়া (৪০) পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মৃত ফজল আহম্মদের ছেলে। সোমবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, শান্তিরহাট এলাকায় দাঁড়িয়ে থাকা ইসহাককে একটি মিনিবাস ধাক্কা দেয়।

গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরসরাই মিরসরাই প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় একটি মাইক্রোবাসের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডিার বিস্ফোরণে দগ্ধ হয়ে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চারজন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিক মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহতদের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা হাসনাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামে। নিহতরা হলো আবদুর রহমান (৭০) ও বিবি কুসুম বেগম (৬০)। নিহত ড্রাইভারের পরিচয় পাওয়া যায়নি। ছেলে প্রবাস থেকে বাড়িতে আসবে। তাকে গাড়ি নিয়ে আনতে গেছে আবদুর রহমান ও বিবি কুসুম বেগম।

প্রবাসী ছেলেকে আনতে গিয়ে পুড়ে ছাই হলো বাবা মা। মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল হোসেন জানান, সকালে মাইক্রোবাসটি মিরসরাই থেকে চট্টগ্রামে যাচ্ছিল। পথে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একই দিকে আসা একটি কাভার্ডভ্যান পেছন থেকে সজোরে ওই মাইক্রোবাসটিতে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়, দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়া রাশেদ, মালেক, হাসান ও আবুল কালামকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনা কমলপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। খুলনা খুলনা ব্যুরো জানায়, খুলনায় দ্রুতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কিশোর কুমার পাল (৫৫) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ফুলতলা উপজেলার খুলনা-যশোর মহাসড়কের দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর কুমার পাল খুলনা সরকারি বিএল কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক । তিনি নগরীর ট্যাংক রোড়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার গিলাতলা গ্রামে।

খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেেেছন। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ইসলাম বলেন, দুপুর সাড়ে ৩টার দিকে ফুলতলা উপজেলা পরিষদের ১০০গজ দূরে দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুলনা-যশোর মহাসড়ক পায়ে হেঁটে অতিক্রম করার সময় যশোরগামী দ্রুতগামী একটি ট্রাক অধ্যাপক কিশোর কুমার পালকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ওসি জানান, ধারণা করা হচ্ছে, কিশোর কুমার পাল আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ এবং চালক ও হেলপারকে আটকের চেষ্টা করা হচ্ছে। খুলনা সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর হোসেন বলেন, কিশোর কুমার পাল বিএল কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তবে কী কারণে তিনি ফুলতলায় গিয়েছিলেন তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান, প্রফেসর কে এম আলমগীর হোসেন। উল্লেখ্য, গত তিনদিনে খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজনসহ মোট ৭জন নিহত হলেন। নিহত ৭জনের মধ্যে পাঁচজন গোপালগঞ্জের ছাত্রলীগ নেতা-কর্মী, একজন স্কুল ছাত্রী ও একজন কলেজ শিক্ষক। চট্টগ্রাম চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামের সীতাকুন্ডের জোড়ামতল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গতকাল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহীর নাম দিলিপ দত্ত (৪০)। তিনি গোপালগঞ্জের কোটালিপাড়ার দিঘলিয়া গ্রামের বকুল দত্তের পুত্র। আহত যুবক বেলাল (৪০) এর বাড়ী সীতাকুে র শীতলপুরের বগুলাবাজারে।

প্রত্যদর্শী সুত্রে জানা যায়, দুই ব্যক্তি মোটর সাইকেলযোগে যাওয়ার সময় ঢাকামূখী একটি লরি তাদের ধাক্কা দিলে দুইজনই রাস্তায় ছিটকে পড়ে।  এসময় অপর আরেকটি ট্রাক দিলিপ দত্তকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হয়। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা ও কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। হাইওয়ে বার আউলিয়া থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব দূুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিহত দিলিপ ও আহত বেলাল দুইজন ব্যাবসায়িক পার্টনার। তারা শিপ ইয়ার্ডে স্ক্রাপের ব্যবসার সাথে জড়িত।  নিহতের বাড়ি গোপালগঞ্জ হলেও তিনি চট্টগ্রাম শহরে বসবাস করতেন। অপরদিকে, বিকেলে সীতাকু- বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। কাভার্ডভ্যানটিকে আটক করেছে পুলিশ। হাইওয়ে পুলিশের সার্জেন্ট আল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নাগেশ্বরী নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় ৭ পুলিশসহ ৯ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর কোতয়ালী থানার ওসি তদন্ত মোক্তারুল ইসলামের নেতৃত্বে ৭ পুলিশ সদস্য একটি মামলার এক আসামিকে সঙ্গে নিয়ে অপর এক আসামীকে ধরতে মাইক্রোবাসে লালমনিরহাট হয়ে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট যাওয়ার সময় নাগেশ্বরীর ঠুটাপাইকরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আহত হয় ওই আসামীসহ ওসি তদন্ত মোক্তারুল ইসলাম, এসআই ফেরদৌস, এসআই আসাদুজ্জামান, এসআই এরশাদ আলী, এএসআই আলতাব, এএসআই পরিতোষ ও কনস্টেবল সিরাজুল ইসলাম। আহত অবস্থায় চালক মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়। এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে রংপুরে পাঠানো হয়। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জাকির উল ইসলাম জানান, তারা আসামি ধরতে এসেছিল। পথে দুর্ঘটনা ঘটে।


শেয়ার করুন

0 facebook: