আন্তর্জাতিক ডেস্কঃ বন্দর, শিল্পপার্ক, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
আবুধাবির সেন্ট রেগিস হোটেলে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব এমওইউ স্বাক্ষরিত হয়।
এমওইউ স্বাক্ষরের সময় আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব ইহসানুল করিম ও ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
পরে স্বাক্ষর অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ২০১৯-এ যোগ দিতে সংযুক্ত আরব আমিরাত সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: