ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে যাওয়ায় বিএনপির নেতাদের ধন্যবাদ জানিয়েছে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর এর স্মরণসভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, গতকাল রাতে মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা আমাদের দলের অসুস্থ সাধারণ সম্পাদককে দেখতে গিয়েছিলেন, এই সৌজন্যতা ও সহমর্মিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।
আসলে এমনই হওয়া উচিত। আমরা ভিন্ন দল করলেও একে অপরের প্রতি সৌজন্যবোধ থাকা প্রয়োজন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়ির সামনে ১০ মিনিট দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তিনি দরজা খোলেননি। এ সময় তথ্যমন্ত্রী আমাদের রাজনীতিতে এই সৌজন্যতা ও সহমর্মিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
ড. হাছান মাহমুদ তার বক্তব্যে এয়ার এম্বুলেন্সযোগে ওবায়দুল কাদেরের সিঙ্গাপুর রওনা হবার কথা জানান এবং সকলের কাছে আন্তরিকভাবে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান। ‹সকলের দোয়া ও সুচিকিৎসার মাধ্যমে দলের সাধারণ সম্পাদক সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরবেন›আশাবাদ ব্যক্ত করেন ড. হাছান।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে›র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিশিষ্ট সাংবাদিক কুদ্দুস আফ্রাদ প্রমূখ।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: