ছবিঃ সংগৃহীত |
আন্তর্জাতিক ডেস্কঃ নতুন ভিসানীতি ঘোষণা করতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার রেডিও পাকিস্তানের খবরে এ তথ্য জানানো হয়। মূলত পর্যটক ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ভিসানীতি সহজ করার প্রথম পদক্ষেপে সরকার তুরস্ক, চীন, মালয়েশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য ই-ভিসা সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ পাইলট প্রজেক্ট সফল হলে আরো ১৭০টি দেশে এই সুবিধা সম্প্রসারণ করা হবে।
তিনি আরো বলেন, ৯০টি দেশের নাগরিকদের বিজনেস ভিসা দেয়া হবে। অন্যদিকে ৫৫ টি দেশের নাগরিকদের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা দেয়া হবে। বর্তমানে পাকিস্তানে ২৪টি দেশের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা রয়েছে।
ইতোমধ্যে করাচি ও লাহোর বিমানবন্দরে যাত্রী শনাক্তকরণে বিশেষ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। অচিরেই দেশটির অন্যান্য বিমানবন্দরেও এ সুবিধা সংযোজন করা হবে।
পাকিস্তান সরকার বিদেশী সাংবাদিক বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সাংবাদিকদের জন্যও ভিসানীতি প্রণয়ন করছে। এর দ্বারা তারা বিশ্বের অন্য দেশেও পাকিস্তানী সাংবাদিকদের যাতায়াত সহজ হবে বলে আশা করছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: