15 March 2019

মালয়েশিয়া পাঠানোর কথা বলে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায়


স্বদেশবার্তা ডেস্কঃ উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে নেয়া হয় লিবিয়ায়সেখানে বদ্ধরুমে আটকে রেখে চলে অমানুষিক নির্যাতনপরে মুক্তিপণ চেয়ে স্বজনদের কাছে পাঠানো হয় নির্যাতনের ভিডিওটাকা দিতে না পারলে হত্যার পর সাগরে ভাসিয়ে দেয়া হয় লাশসম্প্রতি লিবিয়ার মৃত্যুকূপ থেকে ফিরে লোমহর্ষক এমন তথ্য দিয়েছেন একজনযাতে গোয়েন্দা পুলিশের অভিযানে আটক হয়েছে প্রতারক চক্রের কয়েকজনডিবি কর্মকর্তা জানান, লিবিয়াতে এখনও আটক আছেন শত শত বাংলাদেশি

একটু ভালো থাকার আশায় দেশ থেকে অনেকেই পাড়ি জমান বিদেশেকিন্তু স্বপ্নের দেশে যেতে গিয়ে কেউ কেউ পড়েন দালালের খপ্পরেনা বুঝেই তুলে দেন জীবনের শেষ সম্বলটুকুস্বপ্ন ভঙ্গ ঘটে কিছুদিন পরেই

লিবিয়ার একটি বদ্ধ রুমে আটকে রাখা হয়েছে ৪০ জনেরও বেশি বাঙালিকেভালো বেতনের প্রতিশ্রুতি দিয়ে তাদের দেশটিতে পাঠায় দালালচক্রপরে আটকে রেখে চালায় নির্যাতনটাকা না দিলে অনেক ক্ষেত্রেই পরিণতি হয় নিশ্চিত মৃত্যু

এমনই মৃত্যুর মুখ থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় বেঁচে ফিরেছেন মুমিনুল ইসলামশুনান ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। ছেলের নির্যাতন সয়তে না পেরে দুই ধাপে দালালদের প্রায় ছয় লাখ টাকা দেন মুমিনের মাপরে ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশমুমিনের মায়ের কাছ থেকে টাকা নিতে এসে ধরা পরে দালাল চক্রের তিনজনগোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকারও করেন দালালরা

গোয়েন্দা পুলিশ জানায়, এ ধরনের আরও অনেক চক্র আছে যারা প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছেলিবিয়ায় আটকে পড়াদের দেশে ফেরাতে প্রয়োজনে নেয়া হবে ইন্টারপোলের সহযোগিতা


শেয়ার করুন

0 facebook: