স্বদেশবার্তা ডেস্কঃ অগ্নিকাণ্ড মোকাবেলায় আরও ১১টি মডার্ন ফায়ার স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এগুলোর স্থাপনা ব্যয় হবে প্রায় ৬৩০ কোটি টাকা।
আগামী দু’বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হবে। এসব প্রকল্পের প্রশাসনিক অনুমোদনের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। এর আগে বিভিন্ন উপজেলায় ১ হাজার ২৫৮ কোটি টাকা ব্যয়ে ১৫৬টি ফায়ার স্টেশন স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। সেগুলোর মধ্যে ৬৭টির জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন আছে। আর ২১টির নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে এসব স্টেশনের জন্য ৮৮ কোটি টাকার অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি কেনাকাটার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে উল্লিখিত সব তথ্য। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী এবং সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল জানান, সরকার প্রতি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৮৮ কোটি টাকা ব্যয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম কেনাকাটার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় যন্ত্রপাতি কেনার প্রস্তাবটি উপস্থাপন করলে এর অনুমোদন দেয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর গড়ে ১৬ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গত ৫ বছরে সারা দেশে ৮৯ হাজার ৯২৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ১ হাজার ৯২৮ জন। আহত হয়েছেন ১২ হাজার ৮২৫ জন। ক্ষতির পরিমাণ সোয়া ৪ হাজার কোটি টাকারও বেশি। সংঘটিত অগ্নিকাণ্ডের ৬৫-৭০ ভাগ বৈদ্যুতিক ত্রুটির কারণে ঘটছে। দেশে বিদ্যুৎ ও আগুনের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনাও বাড়ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ড মোকাবেলায় সরকার সব ধরনের উদ্যোগ নিচ্ছে। এর আগে প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নেয়া হয়। এটি চলমান আছে। এর বাইরে আরও আধুনিকমানের ১১টি ফায়ার সার্ভিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৩০ কোটি টাকা। এ ব্যাপারে প্রশাসনিক অনুমোদনের জন্য প্রস্তাবটি পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে।
সূত্রমতে, মডার্ন ফায়ার স্টেশন স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের প্রস্তাবে বলা হয় ১১টি মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হবে সরকারের নিজস্ব অর্থায়নে। স্টেশন নির্মাণ ও পূর্ত কাজে ব্যয় হবে ১৫৮ কোটি ৭৫ লাখ ২৩ হাজার টাকা। ভূমি অধিগ্রহণ বা ক্রয়ে ব্যয় হবে ৫৮ কোটি ৫৫ লাখ ১৮ হাজার টাকা। ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট কেনার জন্য ২৬৫ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া ফায়ার ফাইটিং এক্সেসরিজ কেনা বাবদ ১৯ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা ব্যয় করা হবে। পাশাপাশি ১০টি কেন্দ্রের আসবাবপত্র কেনা হবে। এর ব্যয় হবে ১ কোটি তিন লাখ ৫০ হাজার টাকা।
প্রস্তাবে আরও বলা হয়, প্রকল্পে সরঞ্জাম ও যন্ত্রপাতি কেনাকাটায় আমদানি শুল্ক, ভ্যাট ও অন্যান্য ব্যয় বাবদ ধরা হয়েছে ৭৮ কোটি ১৩ লাখ ২৬ হাজার টাকা। এ ছাড়া ফিজিক্যাল কন্টিনজেন্সি বাবদ ১১ কোটি ৭৭ লাখ এবং প্রাইস কন্টিনজেন্সি বাবদ ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রমতে, দেশের গুরুত্বপূর্ণ উপজেলায় ১৫৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন কাজ এগিয়ে চলছে। এর ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৫৮ কোটি টাকা। এর পুরোটাই সরকারের তহবিল থেকে জোগান দেয়া হবে।
বর্তমান সারা দেশে বর্তমানে ৩০২টি ফায়ার স্টেশন চালু রয়েছে এবং লোকবল সংখ্যা ৮৩০০-এর কিছু বেশি। দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে মোট ফায়ার স্টেশনের সংখ্যা হবে ৫৪৯টি এবং জনবল হবে ১৫০০০-এর বেশি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আমাদের দেশে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি খুবই অপ্রতুল। বিশেষ করে দুর্ঘটনার ক্ষেত্রে। যে ক্ষেত্রে আগুন নেভানো, মানুষকে সরিয়ে নেয়া এবং জরুরি উদ্ধার কাজ পরিচালনা করা দরকার, সেসব ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল নেই। তাছাড়া ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের যে ধরনের প্রস্তুতি থাকা দরকার তা-ও নেই। ফলে আধুনিক মানের এবং অধিক সংখ্যক ফায়ার সার্ভিস স্টেশন হলে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব হবে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: