প্রতিকি ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ নওগাঁর মহাদেবপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। গ্রামবাসীরা জানান, বিষাক্ত দই খেয়ে তাদের মৃত্যু হয়। শনিবার ভোর রাতে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের জোতহরী গ্রামে এ ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন অর্জুন সরকার (৩০), তার স্ত্রী তিথী সরকার (২৩) এবং তাদের আড়াই বছরের মেয়ে অনন্যা সরকার।
গ্রামবাসী জানান, শুক্রবার বিকালে মহাদেবপুর বাজার থেকে দই কিনে নিয়ে আসেন অর্জুন। এরপর রাতের খাবার খেয়ে তারা সকলেই দই খায়। সাথে সাথে ওই দইয়ের বিষক্রিয়ায় আক্রান্ত হলে অর্জুন সরকারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, তার স্ত্রী তিথী সরকারকে মহাদেবপুর হাসপাতালে এবং আড়াই বছরের মেয়ে অনন্যা সরকারকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা সকলেই আজ শনিবার ভোর রাতে মারা যান।
এ বিষয়ে উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবিদ হোসেন বলেন, সংবাদ পেয়েছি। তবে কী কারণে মারা গেছে তা সঠিকভাবে বলতে পারব না।
মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসনে বলেন, শুক্রবার বিকালে বাজার থকেে র্অজুন দই কিনে আনেন। রাতে দই খাওয়ার পর তারা ঘুমিয়ে পড়েন। মধ্যরাত থেকে পেটের সমস্যা শুরু হয়। ভোরে তারা মারা যান। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: