12 April 2019

সৌদির পরিবর্তে হজ্জযাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন চালু হচ্ছে ব্রিফিংয়েঃ ধর্ম প্রতিমন্ত্রী

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ বাংলাদেশী পবিত্র হজ্জযাত্রীদের সৌদির আরবের পরিবর্তে ঢাকা বিমান বন্দরেই প্রি-এরাইভাল ইমিগ্রেশন চালু করতে সম্মত হয়েছে সৌদি কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র হজ্জযাত্রীদের ইমিগ্রেশন কষ্ট লাঘবে জেদ্দার পরিবর্তে বাংলাদেশে সম্পন্ন করতে যা যা করণীয় তা করার জন্য নিদের্শনা দিয়েছেন। চলতি বছর থেকে জেদ্দার পরিবর্তে ঢাকায় ইমিগ্রেশন চালু হলে পবিত্র হজ্জযাত্রীদের বিমান থেকে অবতরণের পর আর কোনো কষ্ট থাকবে না। তারা সরাসরি মক্কার হোটেলে চলে যেতে পারবেন।

জেদ্দা বিমান বন্দরে তাদের ল্যাগেজও খুঁজতে হবে না। মক্কার নিজ নিজ বাসায় ল্যাগেজও পৌছে দেয়া হবে। দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আব্দুল্লাহ একথা বলেন। সফররত সৌদি প্রতিনিধি দলের সাথে বৃহস্পতিবার রাতে হোটেল শেরাটনে বৈঠকে এ বিষয়টি নিশ্চিত হয়।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজিবুল রবশর মাইজভান্ডারী এমপি, ধর্ম সচিব মো. আনিছুর রহমান, যুগ্ম-সচিব আমিন উল্লাহ নূরী, মক্কাস্থ কাউন্সেলর পবিত্র হজ্জ মাকসুদুর রহমান ও হাব মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিম।


শেয়ার করুন

0 facebook: