স্টাফ রিপোর্টার।। আগামী ২৯ শে যিলকদ শরীফ ১৪৪০ হিজরি ৩ ছালিছ ১৩৮৭ শামসী (২ রা আগস্ট, ২০১৯), জুমুয়াবার (শুক্রবার) সন্ধ্যায় চাঁদ দিগন্ত রেখার ১৫ ডিগ্রী উপরে অবস্থান করবে এবং চাঁদরে বয়স হবে ৩৫ ঘণ্টা।
সেদিন ঢাকায় সূর্যাস্ত হবে ৬ টা ৪২ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে ৭ টা ৫৬ মিনিটে অর্থাৎ ১ ঘণ্টা ১৫ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে। সেদিন চাঁদ অবস্থান করবে ২৭৯ ডিগ্রী আযীমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ১৯ ডিগ্রী কোন করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের ২.৭৭% আলোকিতো থাকবে বলে বাংলাদেশের আকাশে পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দৃশ্যমান হবার যথেষ্ট সম্ভাবনা রয়ছে।
সম্মানিত শরীয়ত অনুযায়ী প্রতি মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া। সে লক্ষ্যে সকলকে ২৯ শে যিলকদ শরীফ ১৪৪০ হিজরি ৩ ছালিছ ১৩৮৭ শামসী (২ রা আগস্ট, ২০১৯), জুমুয়াবার (শুক্রবার) সন্ধ্যায় চাঁদ তালাশ করার জন্য মাজলিসু রুইয়াতিল হিলালের পক্ষ থেকে বিশেষ আহ্বান করা গেলো।
অনুরোধক্রমেঃ আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান, সভাপতি আন্তর্জাতিক মাজলিসু রুইয়াতিল হিলাল।
খবর বিভাগঃ
ইসলাম
ধর্ম ও জীবন
0 facebook: