ছবিঃ সংগৃহীত |
আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল রোববার সৌদি আরবের রাজধানীতে একটি নিরাপত্তা অফিসের সামনে হামলা চালিয়েছিল সশস্ত্র দুর্বৃত্তরা। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল তারা। তবে সৌদির নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতিরোধের মুখে তারা সবাই নিহত হয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছেন, এ হামলার জন্য দায় স্বীকার করেছে সশস্ত্র সংগঠন আইএস।
উত্তর রিয়াদের জুলফি প্রদেশে রোববার সকালে এ হামলা চালানো হয়েছিল। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, এ ঘটনায় তিনজন পুলিশ সদস্যও আহত হয়েছিল। এসপিএ তাদের বিবৃতিতে জানায়, সন্ত্রাসী দলটি এ ভবনে ভয়াবহ ধরনের হামলা চালাতে চেয়েছিল। কিন্তু পুলিশ তাদেরকে ঠেকিয়ে দেয়। এ সময় সন্ত্রাসী বাহিনীর চারজন নিহত হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে।
লন্ডনভিত্তিক পত্রিকা আশরাক আল আওসাত এক প্রতিবেদনে জানায় রাজধানী থেকে ২৬০ কিলোমিটার দূরের শহর জুলফিতে এ হামলা চালানো হয়েছিল। দুইজন বন্দুকধারী গাড়ি থেকে নেমে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তারা পুলিশের পাল্টা গুলিতে মারা যায়। তৃতীয় একজন পালানোর চেষ্টা করে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আর চতুর্থজন তার বিস্ফোরক বেল্ট স্থাপনের চেষ্টা চালানোর জন্য গুলিতে নিহত হয়।
এদিকে আইএসের মুখপত্র আমাক জানিয়েছে, রিয়াদের জুলফি শহরে যে হামলা চালানো হয়েছিল, তা চালিয়েছে ইসলামিক স্টেট গ্রুপের যোদ্ধারা। তবে এ বিষয়ে তারা বিস্তারিত আর কিছুই জানায়নি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: