07 July 2019

সৌদিতে পৌঁছেছেন ১৫ হাজার বাংলাদেশি হজ্বযাত্রী, মক্কায় ১ জনের মৃত্যু

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ চলতি বছর পবিত্র হজ্ব পালনে সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমানের মোট ৪৫টি ফ্লাইটে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন সরকারি-বেসরকারি ব্যবস্থাপনার ১৫হাজার হজ্বযাত্রী। এর মধ্যে পবিত্র মক্কা শরীফে সেলিম নামের এক বাংলাদেশি মারা গেছেন। শনিবার মক্কায় তার মৃত্যু হয়।

মক্কা বাংলাদেশ হজ্ব মিশন এ খবর নিশ্চিত করেছে।

সেলিম মিরপুর ট্র্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে গত ৪জুলাই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দা এসেছিলেন। তার বাড়ি ঢাকার পল্লবীতে। সেলিমের পাসপোর্ট নাম্বার BK0577564।

এদিকে শনিবার রাত ১০ টায় বাংলাদেশ হজ্ব অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহম্মদ জহির আহমেদের সভাপতিত্বে হজ্ব প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি ব্যবস্থাপনায় আগত হজ্বযাত্রীদের মদিনা গমন, চিকিৎসা সেবা এবং খাবার ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন মক্কাস্থ মৌসুমী হজ্ব অফিসার মুহম্মদ শাখাওয়াত হোসেন, কনসাল (হজ্ব) আবুল হাসান, প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯৮টি এজেন্সির মাধ্যমে সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২জন বাংলাদেশির হজ্ব পালনের কথা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১০ আগস্ট হজ্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ্ব এজেন্সির সংখ্যা ৫৯৮টি।


শেয়ার করুন

0 facebook: