স্বদেশবার্তা ডেস্কঃ বাগেরহাটের ফকিরহাটে মাসকাটা এলাকায় প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে(মেয়ে) যৌন নিপীড়নের অভিযোগে ভ্যান চালক নুরমোহম্মদ সানা (৫৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে মাসকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ফকিরহাট মডেল থানা পুলিশ। তার বাড়ি ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফকিরহাট থানার এসআই হারুন আর রশিদ অভিযোগের বরাত দিয়ে জানান, মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ৭ জুলাই দুপুর আনুমানিক ১টায় স্কুল থেকে বাড়ী ফেরার পথে ভ্যানচালক নুরমোহম্মদ সানা খাবারের প্রলোভন দেখায়। এরপর নির্মাণাধীন একটি ভবনে নিয়ে ধ-র্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে এক নারী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে ভ্যান চালক নুরমোহম্মদ পালিয়ে যায়। পরে ওই নারী শিশুটির মায়ের কাছে নিয়ে বিষয়টি জানায়। এ ব্যাপারে মেয়েটির নানা গহর সানা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন। পুলিশ মঙ্গলবার দুপুরে মামলার একমাত্র আসামি নুরমোহম্মদ সানাকে গ্রেপ্তার করে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ মামলা দায়ের ও আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
0 facebook: