18 July 2019

বায়তুল মুকাদ্দাস শহরের নতুন ইতিহাস লিখছে ইহুদিবাদী ইসরাইলঃ তুরস্ক

ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সম্মেলনে মেভলুত চাভুসওগ্লু
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এখন বায়তুল মুকাদ্দাস শহরের নতুন ইতিহাস লিখছে এবং শহরটির ইসলামি পরিচিতি ও জনসংখ্যার কাঠামোয় পরিবর্তন আনার চেষ্টা অব্যাহত রেখেছে। তিনি গতকাল (বুধবার) সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সম্মেলনে এ কথা বলেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে ফিলিস্তিন নানা জটিল সমস্যার সম্মুখীন এবং বায়তুল মুকাদ্দাস শহরের আইনি ও ঐতিহাসিক অবস্থানও হুমকির মুখে রয়েছে। ইহুদিবাদী ইসরাইল একের পর এক বায়তুল মুকাদ্দাস ও পশ্চিম তীরে ইহুদি উপশহরের সংখ্যা বাড়াচ্ছে বলেও তিনি জানান।

চাভুসওগ্লু বলেন, ইসরাইল ফিলিস্তিনিদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির পথেও বাধা সৃষ্টি করছে। পবিত্র আল-আকসা মসজিদের বর্তমান পরিস্থিতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গত পবিত্র রমজান মাসে শত শত ইহুদিবাদী পবিত্র মসজিদুল আকসা শরীফে হামলা চালিয়েছে।

ওআইসি গঠনের মূল্য উদ্দেশ্য স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ওআইসি প্রতিষ্ঠার  প্রধান উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনি জাতির ন্যায্য অধিকার রক্ষা করা। তিনি বলেন, পবিত্র বায়তুল মুকাদ্দাস শরীফ হচ্ছে ওআইসি’র রেড লাইন।


শেয়ার করুন

0 facebook: