![]() |
আন্তর্জাতিক ডেস্ক॥ ইসরাইলের আমন্ত্রণে সৌদি সরকারের প্রতিনিধিত্ব করতে যাওয়া মুহম্মদ সৌদ মসজিদুল আকসা শরীফ পরিদর্শন করতে এলে ফিলিস্তিনি শিশুরা ক্ষোভে তার গায়ে ও মুখে থুথু নিক্ষেপ করে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখা যাচ্ছে, মুহাম্মাদ সউদ মসজিদুল আকসা পরিদর্শন করছেন। এসময় বাচ্চারা এসে তার মুখে, শরীরে থুথু নিক্ষেপ করছে। তিনি দ্রুত পদে হাঁটছেন আর নিক্ষিপ্ত থুথু মুছছেন। এ সময় বাচ্চাদের এমন আচরণ পেয়ে তিনি দ্রুত মসজিদুল আকসা ত্যাগ করেন।
জানা গেছে, সৌদি সরকারকে আমন্ত্রণ জানায় ইহুদিবাদী ইসরাইল সরকার। সৌদি আরবের সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে যান মুহাম্মদ সৌদ। তিনি মসজিদুল আকসা পরিদর্শন করতে এলে ফিলিস্তিনি শিশুরা ক্ষোভে ফেঁটে পড়ে এবং দৌড়ে এসে তার মুখে থুথু নিক্ষেপ করে। অনেকে তাকে ঢের তিরস্কারও করেছে বলে জানা গেছে। গতকাল সোমবার (২২ জুলাই) এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, ক্ষমতায় বসার পর থেকেই সৌদি আরবের ধারাবাহিক ট্রেডিশন মুসলিম সেন্টিমেন্টকে পাত্তা না দিয়ে প্রিন্স বিন সালমান সৌদি আরবে এক আমূল পরিবর্তনে এনেছেন। সৌদি আরবে স্থাপন করেছেন সিনেমা হল, নারীদের গাড়ি চালানোর লাইসেন্স দেওয়াসহ সৌদির অনেক আইনে পরিবর্তন এনেছেন। সম্প্রতি সৌদি আরবের নারীদের পরুষের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমনে নিষেধাজ্ঞা আইনও বাতিল করেছেন তিনি। সৌদি আরবে ইউরোপ আমেরিকার আদলে পর্যটন শিল্পের বিকাশ করাসহ নাইটক্লাব ও বিভিন্ন কনসার্টের আয়োজন করেও সমালোচিত হয়েছেন তিনি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
সৌদি
0 facebook: