স্টাফ
রিপোর্ট।। আওয়ামী সরকারের ভারতপ্রীতির নমুনা দেখাতে গিয়ে কাশ্মীরের চলমান যুলুম, নির্যাতন
আর সংকটের পরিপ্রেক্ষিতে করা এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন
ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কাশ্মীর সংকট ভারতের অভ্যন্তরীণ বিষয় এটা নিয়ে আমাদের
নাক গলানোর কিছু নেই। বাংলাদেশ সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে এ নিয়ে আমরা কোনো
মন্তব্য করতে চাই না।
বুধবার
বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর মাজার রোডে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে
তিনি এসব কথা বলেন।
তবে অবাক
করা বিষয় হলো হিন্দুত্ববাদি ভারতের অন্যতম রূপকার মুসলিম বিদ্বেষী জওহরলাল নেহেরুও
এরূপ দাবি করেনি, বরং
১৯৫২ সালের ২ জানুয়ারি অমৃত বাজার পত্রিকায় নেহেরু বলেছিলোঃ কাশ্মীর ইন্ডিয়া কিংবা
পাকিস্থান কারোরই সম্পত্তি নয়। কাশ্মীরি জনগনই এর মালিক। কাশ্মীর যখন ইন্ডিয়ার সাথে
যোগদান করে, তখন
আমরা অঞ্চলটির নেতাদের কাছে পরিষ্কার করে বলেছিলাম, আমরা তাদের জনগনের রায় শেষ পর্যন্ত মেনে
চলব। যদি তারা আমাদের বের হয়ে যেতে বলে, কাশ্মীর ত্যাগ করতে আমার কোন ধরনের দ্বিধা
থাকবেনা।
আমরা
এই বিষয়টি জাতিসংঘে উত্থাপন করেছি। সেখানে একটি শান্তিপূর্ণ সমাধানের প্রতিশ্রুতি দিয়েছি।
একটি মহান জাতি হিসেবে আমরা এই প্রতিশ্রুতি থেকে সরে যেতে পারি না। কাশ্মীরের জনগনের
উপরই আমরা চূড়ান্ত সমাধানের ভার ছেড়ে দিয়েছি। আমরা তাদের সিদ্ধান্ত মেনে চলতে দৃঢ় প্রতিজ্ঞ।
মিরপুরের মাজার রোডে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে ওবায়দুল কাদের, ছবি: সংগৃহীত |
ওবায়দুল
কাদের দেশের ডেঙ্গু সংকট নিয়ে বলেন,
দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর কোনো দরকার নেই। দুই-চার
দিনের মধ্যে কার্যকর ওষুধ ঢাকায় আসবে।
আওয়ামী
লীগ সাধারণ সম্পাদক বলেন,
ডেঙ্গু নিয়্ন্ত্রণে না আসা পর্যন্ত মশক নিধন কার্যক্রম জোরালোভাবে
অব্যাহত থাকবে। আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রমও চলবে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: